মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ফারুকীর টেলিফিল্মে চঞ্চল-তিশা

শোবিজ প্রতিবেদক

ফারুকীর টেলিফিল্মে চঞ্চল-তিশা

এরই মধ্যে আমরা জেনে গেছি প্রায় আট বছর পর টেলিফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের লেখা আয়েশামঙ্গল উপন্যাস অবলম্বনে বানানো হচ্ছে এই টেলিফিল্মটি। নাম ‘আয়েশা’। এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তিশা ও চঞ্চল চৌধুরী। গতকাল তেজগাঁও টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এ ছাড়া গতকাল ছিল মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার অষ্টম বিবাহবার্ষিকী। আর এই দিনেই প্রায় আট বছর পর টেলিভিশনে নতুন একটি কাজ শুরু করছেন তিনি। এই প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তিশার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় একটি নাটকের সেটে। তারপর কিছুটা সময় দুজনের বোঝাপড়া। তারপর বিয়ে। তাই এবারের বিবাহ বার্ষিকীটাও শুটিংয়ের সেটেই কাটিয়ে দিলাম। আর গল্পটি নিয়ে এর আগেও বলেছি। আয়েশামঙ্গল-এ একজন নারীর কাছ থেকে হুট করেই গায়েব করে দেওয়া হয় তাঁর স্বামীকে। তারপর তাঁকে রাষ্ট্রের মতো বিশাল একটা শক্তির মুখোমুখি দাঁড়াতে হয়। আর রাষ্ট্রের মুখোমুখি যখন আপনাকে দাঁড়াতে হয়, তখন তো আপনাকে পরাজয়ের মুখোমুখিই দাঁড়াতে হয়। আমি দেখতে চাই সেখান থেকে একজন একা মানুষ কীভাবে ভীষণ শক্তিশালী হয়ে ওঠেন, কীভাবে ঘুরে দাঁড়ান।’ এই প্রসঙ্গে তিশা বলেন, ‘অনেক সুন্দর একটি অনুভূতি কাজ করছে মনের ভিতর। যেহেতু অনেক বছর পর ফারুকী টিভি নাটকে কাজ শুরু করছে। এ ছাড়া গল্পটি আনিসুল হক স্যারের। সব মিলিয়ে কাজটি ভালো হবে বলে আশা করছি।’

 

সর্বশেষ খবর