বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চার বছর পর রাজীবের যমুনার চর

শোবিজ প্রতিবেদক

চার বছর পর রাজীবের যমুনার চর

রাজীবের সঙ্গে গীতিকার তারেক আনন্দ

চার বছর পর সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হলো রাজীবের ‘যমুনার চর’ গানের মিউজিক ভিডিও। তারেক আনন্দের কথায় প্রথম মিশ্র অ্যালবাম ‘আনন্দের গান’-এ ছিল ‘যমুনার চর’ গানটি। সুর ও সংগীতায়োজন করেন অয়ন চাকলাদার। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিল্পী রাজীব নিজেই। গান ও ভিডিও প্রসঙ্গে রাজীব বলেন, ‘যমুনার চর’ বেঁচে থাকার মতো একটি গান। এ ধরনের গান মানুষ শুনতে চায়।’ রাজীব জানান, ড্রোন ব্যবহার করে জামালপুরের যমুনা তীরবর্তী এলাকার মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। ‘আমি আসব ফিরে বারে বারে যমুনার চর হয়ে গো যমুনার চর’ গানে নদী ভাঙন, শৈশবের স্মৃতি-গুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তারেক আনন্দ বলেন, ‘যমুনার চর’ আমার কথার প্রিয় একটি গান। এমন গান ইচ্ছা করলেই লেখা যায় না। শৈশবে আমার চোখের সামনে যমুনা নদীতে বিলীন হয়েছে বিভিন্ন ঘরবাড়ি। সেই স্মৃতি থেকেই গানটি লেখা।’ 

 

সর্বশেষ খবর