সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বন্যার উপস্থাপনায় সাবিনা

শোবিজ প্রতিবেদক

বন্যার উপস্থাপনায় সাবিনা

সাবিনা ইয়াসমীন ও রেজওয়ানা চৌধুরী বন্যা, দুজনই স্বনামে খ্যাত। দীর্ঘ সময় ধরে গানের মাঝেই তাদের জীবনযাপন। তবে দুজন একই মঞ্চে গান গাওয়ার সুযোগ কম পেয়েছেন। এবার ঈদে চ্যানেল আই তার দর্শকদের জন্য এ দুজনের অংশগ্রহণে ‘কোকিল কণ্ঠে লালন’ শিরোনামে একটি গানের অনুষ্ঠান প্রচার করবে। রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় এই অনুষ্ঠানে লালন পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আসলে লালনের ভক্ত কে না? সবাই লালনের গানের ভক্ত। আমিও তার একজন গুণমুগ্ধ ভক্ত। লালনের গান সত্যি সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই একসময় মনে হলো, অনেক ধরনের গানই তো গাইলাম এবার কেন লালন নয়? এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান করেছি। কিন্তু টেলিভিশনের কোনো অনুষ্ঠানে একসঙ্গে লালনের একাধিক গান গাওয়া হয়নি। চ্যানেল আই এই সুযোগটি করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ রেজওয়ানা চৌধুরী বলেন, বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমীন। শুধু আধুনিক অথবা দেশাত্মবোধক গানই নয়, রবীন্দ্রসংগীতেও তিনি সমান পারদর্শী। কিন্তু চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় তিনি গেয়েছেন লালনসংগীত। গানগুলোর মধ্যে রয়েছে- আমি গুরুকার্য মাথায় নিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি, আমার ঘরখানায় কে বিরাজ করে, কবে সাধুন চরণ ধূলি, পারে কে যাবি এবং চরণ ছিঁড়ে নারে ছিঁড়ে না। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকাল ৫.৪০ মিনিটে।

 

সর্বশেষ খবর