বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফের মঞ্চে ‘রাজা এবং অন্যান্য’

শোবিজ প্রতিবেদক

ফের মঞ্চে ‘রাজা এবং অন্যান্য’

দীর্ঘ তিন বছর পর আবারও মঞ্চে আসছে প্রাচ্যনাটের সাড়া জাগানো নাটক ‘রাজা এবং অন্যান্য’। আজাদ আবুল কালাম নির্দেশিত আলোচিত এ নাটকটি সর্বশেষ ২০১৫ সালের ২৩ আগস্ট জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয়েছিল। প্রায় এক দশক আগে ‘রাজা এবং অন্যান্য’ নাটকটি মঞ্চে আনে প্রাচ্যনাট। প্রথম থেকেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। এরপর দলের অন্যান্য প্রযোজনার ধারাবাহিক মঞ্চায়নের ফলে ‘রাজা এবং অন্যান্য’ অনেকটা অনিয়মিত হয়ে পড়ে। অবশেষে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় এনে দলটি পুনরায় মঞ্চস্থ করতে যাচ্ছে নাটকটি। গান ও নৃত্যনির্ভর এই নাটকে সংযোজন করা হয়েছে সামাজিক জীবনে বাঙালির প্রাত্যহিক নানা ঘটনাকে। জানা গেছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টানা দুদিন মঞ্চস্থ হবে ‘রাজা এবং অন্যান্য’। আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী। 

সর্বশেষ খবর