বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

টরন্টোর মঞ্চ মাতালেন সুবর্ণা

শোবিজ প্রতিবেদক

টরন্টোর মঞ্চ মাতালেন সুবর্ণা

দীর্ঘ ২৫ বছর পর কানাডার টরন্টোর মঞ্চে অভিনয় করলেন কিংবদন্তি নাট্যাভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। গত ২৫ আগস্ট টরন্টোর প্যাভিলিয়ন মঞ্চে বদরুল আনাম সৌদ রচিত ও নির্দেশিত ‘কাল্পনিক একটি সত্যি ঘটনা’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। একই নাটকে আরও অভিনয় করেন চিত্রলেখা গুহ এবং কানাডা প্রবাসী অভিনেতা আহমেদ হোসেন। টানা প্রায় চল্লিশ মিনিটের এই নাটকটিতে তখন হল ভর্তি দর্শকের হাততালিতে সুবর্ণা মুস্তাফার প্রাণবন্ত অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ২৫ বছর পর টরন্টোর মঞ্চে সুবর্ণা মুস্তাফাকে দর্শক কাছে পেয়ে ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। সুবর্ণা মুস্তাফা বলেন,

‘যেহেতু দীর্ঘ ২৫ বছর পর টরন্টোর মঞ্চে অভিনয় করছি, তাই ভীষণ ভালোলাগা ছিল। নাটকটি প্রদর্শনের পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে অভিভূত আমি, মুগ্ধ আমি। আমার এই ভীষণ ভালোলাগার মুহূর্তে সত্যিই ভীষণ মিস করেছি সৌদকে। সৌদ থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতো। কারণ তার লেখা এবং নির্দেশিত নাটক এবারই প্রথম দেশের বাইরে মঞ্চস্থ হলো।’ টরন্টোর সেদিনের সেই সন্ধ্যার নাম দেওয়া হয়েছিল ‘স্বর্ণালি সন্ধ্যা— দ্য বিটস অব বাংলাদেশ’। টরন্টো প্রবাসী বাঙালিদের ভাষায় সেদিনের সেই নাটকের মঞ্চায়ন আক্ষরিকভাবেই শহরকে কাঁপিয়েছে, দর্শকের হৃদয়কে নাড়া দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর সুবর্ণা মুস্তাফা ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

সর্বশেষ খবর