বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

হায়াৎ-শাকিবের ‘বীর’

শোবিজ প্রতিবেদক

হায়াৎ-শাকিবের ‘বীর’

শীর্ষনায়ক শাকিব খানের প্রযোজনায় এবার কাজী হায়াৎ নির্মাণ করবেন চলচ্চিত্র ‘বীর’। গতকাল বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে শাকিব বলেন, আমার এস কে ফিল্মসের ব্যানারে আন্তর্জাতিক বাজারের জন্য বিগ অ্যারেঞ্জমেন্টের এই ছবিটি নির্মাণ করা হবে। তার কথায় কাজী হায়াৎ ঢালিউডের একজন প্রতিথযশা নির্মাতা। তার সময়োপযোগী নির্মাণ দর্শকের পছন্দ। বীর ছবির গল্পে রাজনীতি, প্রেম, পারিবারিক মানে সব আবহ ও বিনোদন থাকছে। এই ছবিটি ছাড়াও শাকিব আরও দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এগুলো হলো- প্রিয়তমা ও আরেকটির নাম চূড়ান্ত হয়নি। শিগগিরই তিন ছবির বিস্তারিত তথ্য জানিয়ে কাজ শুরু করবেন জানিয়ে শাকিব বলেন, বর্তমানে চলচ্চিত্র নির্মাণ ও সিনেমা হলের সংখ্যা উদ্বেগজনক হারে কমেছে। এ অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না। তাই এই শিল্পকে বাঁচাতে ঝুঁকি নিয়ে আবার নির্মাণে এলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর