বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

লতাকে নিয়ে শুদ্ধমঞ্চ

শোবিজ প্রতিবেদক

লতাকে নিয়ে শুদ্ধমঞ্চ

আগামীকাল উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৮৯তম জন্মদিন। এই দিনটি নিয়ে ‘লতা মঙ্গেশকর জন্মদিন উৎসব’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত সংগঠন ‘শুদ্ধমঞ্চ’। ওইদিন সন্ধ্যা ৭টায় কুশলী ভবন, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে লতা মঙ্গেশকরের গাওয়া অবিস্মরণীয় গান নিয়ে ‘একক সংগীত সন্ধ্যা’। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী ও ছায়ানটের টিচার আফসানা রুনা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব গৌতম কুমারসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগীতপ্রেমীরা। এই আয়োজন নিয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফাতেমা-তোজ-জোহরা বলেন, ‘উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান আমাদের মুগ্ধ করে। তাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই প্রয়াস।’ আশির দশকে ‘শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র’ নামে একটি সংগঠন ছিল। সে সময়ের উদ্যোক্তাদের কজন ও এ প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিমনা সদস্যদের নিয়ে নতুন করে সংগঠিত হয়েছে ‘শুদ্ধমঞ্চ’। প্রতি মাসে একটি করে নিয়মিত অনুষ্ঠান করে আসছে সংগঠনটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সংগঠনের মহাসচিব ও বিশিষ্ট উপস্থাপক মসিউদ্দিন খান সমীর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর