সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ববিতার উদ্বেগ

আলাউদ্দীন মাজিদ

ববিতার উদ্বেগ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা চলচ্চিত্রের বর্তমান অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে কানাডায় অবস্থানরত এই অভিনেত্রী মুঠোফোনে জানান, সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শোবিজ বিভাগে একটি সংবাদ দেখে আমি আশাহত ও ভীত হয়েছি। সংবাদটি হলো দেশের ২৫টি জেলা শহরে কোনো সিনেমা হল নেই। ছবির অভাবে লোকসান গুনে মালিকরা সিনেমা হলগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাছাড়া দেশে বর্তমানে মাত্র ২৭০টির মতো সিনেমা হল আছে। চলচ্চিত্রের এই দৈন্যদশা চলচ্চিত্রের মানুষ হিসেবে আমাকে ভীষণভাবে পীড়া দেয়। এই স্বল্প সিনেমা হল এবং যেখানে ২৫টি জেলায় কোনো সিনেমা হল নেই সেখানে একজন প্রযোজক কীভাবে চলচ্চিত্র নির্মাণে অর্থ বিনিয়োগ করবে। যারা চলচ্চিত্র নির্মাণ করবে তারা ব্যবসায়িক নিরাপত্তার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে। শুধু চলচ্চিত্র নয়, যে কোনো ব্যবসার নিয়মই এটি। ববিতা দুঃখ প্রকাশ করে বলেন, যতটুকু জানি চলচ্চিত্র নির্মাণের সংখ্যাও আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। কলকাতার ছবি আমদানি করেও সিনেমা হলে দর্শক আনা যাচ্ছে না। মানসম্মত চলচ্চিত্র নির্মাণের সংখ্যাও আশঙ্কাজনক হারে কমেছে। তাই গত দুই বছর ধরে বাধ্য হয়ে আমাকে চলচ্চিত্র থেকে দূরে থাকতে হয়েছে। এটি আমার জন্য খুবই বেদনার। চলচ্চিত্র জগতে এমন অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে অচিরেই বাংলাদেশ চলচ্চিত্র শূন্য হয়ে পড়বে। ববিতা বলেন, একটি দেশের প্রধান গণমাধ্যম হলো চলচ্চিত্র। দেশ যদি এই প্রধান গণমাধ্যম শূন্য হয়ে পড়ে তাহলে সমাজে নানা অপরাধ বাড়বে। দেশ, সমাজ ও পারিবারিক সচেতনতামূলক নানা ম্যাসেজ বিনোদনের মাধ্যমে চলচ্চিত্রে তুলে ধরা হয়। তাছাড়া মফস্বল শহরে সিনেমা ছাড়া বিনোদনের তেমন কোনো উপাদান নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর