শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তনুশ্রী বিতর্কে উত্তপ্ত বলিউড

শোবিজ প্রতিবেদক

তনুশ্রী বিতর্কে উত্তপ্ত বলিউড

সপ্তাহ দুয়েক ধরে বলিউডে চলছে তনুশ্রী তাণ্ডব। বিতর্কের শুরুটা বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে যৌন হয়রানি করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকার। আর এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা কথা। এ নিয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও বসে নেই। তারাও নিচ্ছে একেক জনের পক্ষ। ১ অক্টোবর আইনি নোটিস পাঠানো হয় তনুশ্রী দত্তকে। নানার কাছ থেকে কোনো আইনি নোটিস পাননি বলে পাল্টা দাবি করেন তনুশ্রী। নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তিনি। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও এক সময় তাকে ‘জামা কাপড় খুলে’ নাচতে বলেন। এমন অভিযোগেও সম্প্রতি সরব হন বাঙালি অভিনেত্রী। নানা এবং বিবেকের বিরুদ্ধে মুখ খোলায় এবার তার মূল্য তনুশ্রীকে চুকাতে হচ্ছে বলে জানান এই অভিনেত্রী। প্রসঙ্গত, একটি সিনেমার শুটিংয়ের সময় সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে নাকি জামা-কাপড় খুলে তনুশ্রী দত্তকে নাচতে বলা হয়। ভারতে যদি কেউ হেনস্থা এবং যৌন হয়রানির প্রতিবাদ করে তাহলে তাকে আক্রমণের মুখে পড়তে হবে বলেও প্রশ্ন তোলেন তনুশ্রী দত্ত। নানা পাঠেকর এবং বিবেক অগ্নিহোত্রীর টিম ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন সোশাল সাইটে মিথ্যা প্রচার শুরু করেছেন বলেও জানান বাঙালি অভিনেত্রী। শুধু তাই নয়, নানা পাটেকার এবং বিবেক অগ্নিহোত্রীর পাশাপাশি ভারতের বেশ কিছু রাজনৈতিক দলও তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা প্রচার শুরু করেছে বলে দাবি করেন বাঙালি-কন্যা। মহারাষ্ট্র নব নির্মাণ সেনা ইতিমধ্যেই তাকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তনুশ্রী দত্ত। পাশাপাশি মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে তোপ দাগেন তনুশ্রী দত্ত। রাজ ঠাকর একজন ‘গুণ্ডা’। এবং দলের মধ্যে নিজের মতো অনেককেই তিনি জায়গা করে দিয়েছেন বলেও সরব হন তনুশ্রী দত্ত। শুধু তাই নয়, সত্যি কথা প্রকাশ করার জন্য যিনি একজন মহিলাকে আক্রমণ করেন, তাকে কখনো নেতা বলে সম্বোধন করা যায় না বলেও মন্তব্য করেন তনুশ্রী দত্ত। রাজ ঠাকরের জায়গায় অন্য কাউকে ওই সংগঠনের মুখ করা উচিত বলেও দাবি করেন ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী। খবর এখানেই শেষ নয়। নতুন খবর হচ্ছে। তনুশ্রী বলে আসছিলেন, তিনি কোনো উকিল নোটিস পাননি। অবশেষে বুধবার (৩ অক্টোবর) তনুশ্রী জানিয়েছেন নানা পাটেকারের পাঠানো আইনি নোটিস পেয়েছেন তিনি। একই সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর পাঠানো আইনি নোটিসও এসেছে তনুশ্রীর হাতে। বিবেক অগ্নিহোত্রীর নামেও যৌন হয়রানির অভিযোগ করেছেন তনুশ্রী। বুধবার তনুশ্রী এক মন্তব্যে জানান, ভারতে হয়রানি, অপমান এবং অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য নানা রকম ঝামেলায় পড়তে হয়। বিভিন্ন ক্ষতির মাধ্যমে দিতে হয় প্রতিবাদের মূল্য। অভিযুক্ত অভিনেতা এবং পরিচালকের একটি দল অন্তর্জালে এবং জনসম্মুখে তনুশ্রীর নামে মিথ্যা অপবাদ করে যাচ্ছেন। তনুশ্রীর করা অভিযোগের পর গত ৩০ সেপ্টেম্বর নানা পাটেকার ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি বর্তমানে শুটিংয়ের কারণে মুম্বাইয়ের বাইরে আছেন। অক্টোবরের ৭ বা ৮ তারিখে মুম্বাই ফিরে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। নানার ভাষায়, ‘ক্যামেরার চোখে চোখ রেখে সব প্রশ্নের জবাব দিতে চাই আমি। আমার কিছু লুকোনোর নেই।’ তনুশ্রী অভিযোগ করেছিলেন ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ে তাকে হেনস্থা করেন নানা পাটেকার।

 

সর্বশেষ খবর