রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পুজোতে ঋতুপর্ণা

শোবিজ ডেস্ক

পুজোতে ঋতুপর্ণা

পুজো এলেই সবার মতো নানা আয়োজনে ব্যস্ত হয়ে যান তারকারও। এবারের পুজো নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘পুজো এলেই মনটা ভালো হয়ে যায়। সে ছোটবেলার পুজো হোক বা এখন সব সময় পুজো আমার কাছে আলাদা অনুভূতি। চার দিনের পুজো, কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকে। পুজোর কেনাকাটা আমায় করতে হয় অনেক আগে থেকে। বলা ভালো, সারা বছরই কেনাকাটা করি। পরিচিত বুটিক থেকে পছন্দ হলেই নিয়ে রাখি বা বিদেশে কাজে গেলে ওখান থেকে কিছু জামাকাপড় কিনে রাখি। আমাকে পুজোর সময় অনেককে উপহার দিতে হয়। সব থেকে বড় কথা, আমার দিতে ভালো লাগে। ছোটবেলার একটা স্মৃতি এখন মনে পড়ে। পুজোর সময় আমার মাসির বাড়িতে সত্যনারায়ণ পুজো হতো। সেখানে আমরা সবাই একসঙ্গে আনন্দ করতাম। সেটা ছিল আমাদের একটা বড় উৎসব। ছোটবেলায় নাচের অনুষ্ঠান করেছি পিসতুতো দিদির সঙ্গে।

তবে সব থেকে যেটা বেশি মনে পড়ে সেটা হলো, ছোটবেলায় বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া আর বাবার সঙ্গে পুজোর জুতো কিনতে যাওয়া। আর প্রতি বছরই আমার একই আবদার ছিল হিল জুতো। বাবা কিছুতেই হিল জুতো কিনে দেবেন না, আর আমি হিল জুতো কিনবই। সে কারণে বাড়িতে আমাকে খেপাত ‘পুজোই চাই হিল জুতো’? বলে। আরেকটা স্মৃতি খুব মনে পড়ে। তখন ক্লাস থ্রিতে পড়তাম। এ বছর পুজোয় আমার কোনো ছবি রিলিজ করছে না। পুজোর পর রিলিজ আছে ‘আহারে’? ছবিটা। পুজোর পর শুরু হবে আরেকটা ছবির কাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর