শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ ঢাকা আসছে আমজাদ হোসেনের মরদেহ

শোবিজ প্রতিবেদক

আজ ঢাকা আসছে আমজাদ হোসেনের মরদেহ

মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর আজ ঢাকা আসছে কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেনের মরদেহ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কাজ তিন দিন আগে শেষ হলেও আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে আর্থিক জটিলতা  তৈরি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া ৪২ লাখ টাকার অনুদানের বাইরে বরেণ্য নির্মাতার চিকিৎসাবাবদ খরচ হয় আরও ৬১ লাখ টাকা। এবার এই অবশিষ্ট অর্থের জোগাড় হয়েছে। জানা গেছে, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। আশা করা যাচ্ছে আজ আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে। এদিকে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে গত মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন মামুনুর রশীদ, পরিচালক এস এ হক অলীক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন ও আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। ফরিদুর  রেজা সাগর বলেন, ‘সবকিছু গুছিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তারা আমজাদ হোসেনের মরদেহ বিনা খরচে দেশে নিয়ে আসবে।’ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।

সর্বশেষ খবর