শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালবাসা’

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালবাসা’

নন্দিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালবাসা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। আদ্রিতা মুভিজ প্রযোজিত এবং প্লাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং পরিবেশিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী এবং নির্মাণ করেছেন শুভ্রা গোস্বামী। প্রায় পনেরো মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, মৌসুমী হামিদ ও শিশুশিল্পী স্লোগান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। চিত্রগ্রাহক সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন। এটিই তার ধারণকৃত সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রিমিয়ার অনুষ্ঠানে ‘ভালবাসা’ চলচ্চিত্রটি চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের প্রতি উৎসর্গ করা হবে। তার বর্ণিল কর্মজীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হবে প্রিমিয়ার অনুষ্ঠান। এরপর তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করবেন বাংলাদেশের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বগণ। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর