সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কত্থক নৃত্য উৎসব আজ থেকে

শোবিজ প্রতিবেদক

আজ থেকে ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হবে সপ্তম কত্থক নৃত্য উৎসব।  উৎসব চলবে তিন দিন। সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন লায়লা হাসান। অনুষ্ঠানে বেলায়েত হোসেন খানকে জীনাত জাহান স্মৃতি সম্মননা পদক দেওয়া হবে। মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনের শুরুতে রয়েছে নৃত্যবিষয়ক সেমিনার। এতে ‘জন্মশতবর্ষে বুলবুল চৌধুরী : জীবন ও সময়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন শেখ মেহেদী হাসান। বুধবার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে থাকবে আলোচনা ও নৃত্যানুষ্ঠান। সংগঠনের পরিচালক সাজু আহমেদ বলেন, ‘বিশুদ্ধ নৃত্যচর্চাই আমাদের লক্ষ্য। উৎসবের মাধ্যমে দেশের প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নবীন শিল্পীদের সৃজনশীল চর্চার সুযোগ করে দেওয়া হয়।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর