বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিনেমা হলশূন্য জামালপুর

আলাউদ্দীন মাজিদ

সিনেমা হলশূন্য জামালপুর

জামালপুর জেলা সদরে অবস্থিত একমাত্র সিনেমা হল ‘মনোয়ার’ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে দেশের ২৭ জেলা সিনেমা হলশূন্য হলো। মনোয়ার সিনেমা হলটির পরিচালক মো. আলমগীর হোসেন জানান, চেষ্টা করব নির্বাচনের পর হলটি আবার চালু করতে। তিনি উদ্বেগের সঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে সিনেমার ব্যবসা নেই। কয়েক বছর ধরেই ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হয়েছে, তখন কিছুটা ব্যবসা করেছি। এখন আবার ভালো সিনেমার সংকট। এত লোকসান দিয়ে তো আর ব্যবসা চালাতে পারি না। ব্যবসা হোক বা না হোক, প্রতি সপ্তাহে হলের মেশিন ভাড়া ঠিকই দিতে হয়। তাই ‘মনোয়ার’ বন্ধ করে দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম অ্যাপার্টমেন্ট করে ভাড়া দেব। কিন্তু হল বন্ধের ঘোষণায় চারদিক থেকে ফোন আসা শুরু হয়েছে। বিনোদনের মাধ্যমটি বন্ধ হোক তা চাইছেন না অনেকেই। আলমগীর আরও জানান, অ্যাপার্টমেন্টের পাশাপাশি সিনেমা হলটি নতুন করে গড়ার পরিকল্পনা করছেন তিনি। হলটির মালিক লেবু মল্লিক ৮ বছর আগে মারা গেছেন। লেবুর স্ত্রী বিউটি বেগম দুই বছর আগে তার দুই ভাই আলমগীর ও জাহাঙ্গীরকে হল পরিচালনার দায়িত্ব দেন। তারাই এখন হলটি চালাচ্ছেন। ২ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে মনোয়ার সিনেমা হল। কলকাতা থেকে আমদানি করা ‘ভিলেন’ সিনেমাটি সর্বশেষ এই হলে প্রদর্শন করা হয়। দুই দিন চালানোর পরই হলটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে জামালপুর জেলা সদরের ‘কথাকলি’, ‘নিরালা’ ও ‘সুরভী’ সিনেমা হল বন্ধ হয়ে যায়। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ ও উপদেষ্টা মিয়া আলাউদ্দীন ছবির অভাবে ‘মনোয়ার’ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বলেন, স্থানীয়ভাবে পর্যাপ্ত ও মানসম্মত ছবি নির্মাণ না হলে আগামী বছরের মধ্যে দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর