শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফেব্রুয়ারিতে সরগরম ফিল্মপাড়া

ফেব্রুয়ারিতে ৬ ছবির মুক্তি

আলাউদ্দীন মাজিদ

ফেব্রুয়ারিতে সরগরম ফিল্মপাড়া

ফেব্রুয়ারি থেকে আবার সরব হয়ে উঠছে চলচ্চিত্রাঙ্গন। নতুন ছবি নির্মাণ, একাধিক তারকাবহুল ছবি মুক্তি, নবনির্বাচিত পরিচালক সমিতির বিভিন্ন উদ্যোগসহ নানাদিক দিয়ে চলচ্চিত্র জগতে আবার প্রাণ সঞ্চারের চেষ্টা শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে উল্লেখযোগ্য কোনো ছবি মুক্তি পায়নি। ফেব্রুয়ারি মাসে এর বিপরীত চিত্র দেখা যাবে। চলচ্চিত্র প্রযোজক সমিতির কর্মকর্তা বাবু সৌমেন্দ্র জানান, ফেব্রুয়ারি মাসে কমপক্ষে ছয়টি ছবি মুক্তির জন্য সমিতিতে অ্যান্টি করেছে সংশ্লিষ্ট প্রযোজকরা। এসব ছবির মধ্যে রয়েছে ৮ ফেব্রুয়ারি দুটি ছবি। একটি হচ্ছে তারেক শিকদার পরিচালিত বিদ্যা সিনহা মিম, বাপ্পী ও আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ এবং পরীমণি-কায়েস আরজু অভিনীত শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’। ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে মৌসুমী ও আনিসুর রহমান মিলন অভিনীত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রি’ ছবিটি। একই দিন নতুন মুখের আরেকটি ছবি ‘অবাস্তব ভালোবাসা’ মুক্তি পাচ্ছে। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও মাহিয়া মাহী অভিনীত ‘অন্ধকার জগৎ’ এবং সজল আহমেদ নির্মিত ‘মিষ্টি জান্নাত’ ও সূর্য অভিনীত ‘তুই আমার রানী’ ছবি দুটি। প্রযোজক সমিতির কর্মকর্তা বলেন, দীর্ঘদিন পর একমাসে ছয়টি তারকাবহুল ছবি মুক্তি পেতে যাচ্ছে মানে এটি চলচ্চিত্র জগতের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। এদিকে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন ও জানুয়ারিতে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন থাকায় চলচ্চিত্র নির্মাণও প্রায় স্থবির হয়ে পড়েছিল। এফডিসিতে চলচ্চিত্র নির্মাণের কাজ প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, নির্বাচন শেষে এফডিসি আবার কর্মমুখর হয়ে উঠতে যাচ্ছে। এরই মধ্যে বেশ কটি ছবি নির্মাণের জন্য সংস্থায় অ্যান্টি করা হয়েছে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি থেকে এফডিসিতে চলচ্চিত্র নির্মাণের জোয়ার আসবে। পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন বলেন, নির্বাচনের পর আমরা আমাদের নির্বাচনী ওয়াদা মানে চলচ্চিত্রের প্রাণ ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। তার কথায় প্রযোজক যখন তার লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পাবেন তখনই নির্মাণে আসবেন। এ জন্য প্রথমেই আমরা প্রযোজক, প্রদর্শক, শিল্পী, কলাকুশলীদের নিয়ে বৈঠক করে সিনেমা হলে ডিজিটাল প্রজেক্টরসহ অন্যান্য মেশিন স্থাপন এবং পরিবেশ উন্নয়নসহ সব ধরনের পদক্ষেপ নেব। সরকারিভাবে ৬৪টি জেলায় সিনেপ্লেক্স স্থাপনের উদ্যোগ রয়েছে। আর ১০০ ডিজিটাল মেশিন স্থাপনেরও কথা রয়েছে। আমরা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আরও ১০০ প্রজেক্টরের আবেদন করব। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণে বর্তমান সরকারি অনুদান প্রথার পরিবর্তে এফডিসির মাধ্যমে বাণিজ্যিক ছবি নির্মাণের আবেদন করব। এ ক্ষেত্রে সরকারের কাছে অনুরোধ জানাব যারা অনুদানের অর্থে ভালো ছবি নির্মাণ করবেন তাদের আবারও যেন অনুদান দেওয়া হয়। মহাসচিব খোকন জানান, ৩১ জানুয়ারি বিকাল ৪টায় পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই ফেব্রুয়ারি মাস থেকে চলচ্চিত্রকারদের নিয়ে চলচ্চিত্রের পুনর্জাগরণে কাজ শুরু করব। ইতিমধ্যে নতুন কয়েকটি ছবির কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব ছবির মধ্যে রয়েছে- মালেক আফসারী পরিচালিত, শাকিব খান ও ইকবাল প্রযোজিত ‘টপ সিক্রেট’। এতে অভিনয় করবেন শাকিব খান, বুবলী। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘সুন্দরীতমা’। এর অভিনয়শিল্পীরা হলেন- রোশান ও অধরা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ এবং ‘মাসুদ রানা’ ছবি দুটিতে অভিনয় করবেন রোশান ও পূজা চেরী। কাজী হায়াতের ‘বীর’। শাকিব খান ও ইকবাল প্রযোজিত এই ছবিতে অভিনয় করবেন শাকিব ও বুবলী। দেবাশীষ বিশ্বাসের ‘প্রিয়জন প্রয়োজন’ ছবিতে অভিনয় করবেন আঁচল ও নজরুল রাজ। এদিকে গত শনিবার ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে উদ্বোধন করা হলো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ‘স্টার সিনেপ্লেক্স’। এর মাধ্যমে রাজধানীতে চলচ্চিত্রকার ও দর্শকের সিনেপ্লেক্স বৃদ্ধির দাবির আরেক ধাপ বাস্তবায়ন হলো। সব মিলিয়ে চলচ্চিত্রপাড়া আবার সরব হয়ে উঠছে ফেব্রুয়ারি থেকে।

সর্বশেষ খবর