শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা
ইন্টারভিউ

বিশ্বকাপের মাঠ থেকে উপস্থাপনা করব

বিশ্বকাপের মাঠ থেকে উপস্থাপনা করব
পিয়া জান্নাতুল, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন মডেল। তবে মাইক্রোফোন হাতেও তার জনপ্রিয়তা খুব একটা কম নয়। নতুন খবর-  বর্তমানে তিনি ব্যস্ত ক্রিকেট বিশ্বকাপের উপস্থাপনা নিয়ে। সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন - শামছুল হক রাসেল

 

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

- এখন সব ব্যস্ততা ক্রিকেট বিশ্বকাপের উপস্থাপনা নিয়ে। দুই দিন পর ফ্লাইট, অনেক বড় ট্যুর। প্রিপারেশন নিচ্ছি।

 

বিশ্বকাপ... নিশ্চয়ই এক্সাইটেড।

-হ্যাঁ, অনেক। নতুন চ্যালেঞ্জ। আমি সবসময় নতুন কিছু করতে আর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেদিক দিয়ে এটা চ্যালেঞ্জিং আর একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের একটি কাজ। বিশ্বকাপের মাঠ থেকে বাংলাদেশের জন্য গাজী টিভিতে উপস্থাপনা করতে যাচ্ছি। এ ছাড়া এই টিভির মাধ্যমে বায়োস্কপেও তা দেখা যাবে। সব মিলিয়ে সুপার এক্সাইটেড।

 

আপনার উপস্থাপনা নিয়ে অনেকেই ট্রল করে, কীভাবে দেখেন?

- আসলে আমি কিন্তু আগেই বলেছিলাম, আপনারা ট্রল করতে থাকবেন আর আমি একদিন ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনা করব। সেটাই হয়ে গেল। তবে এত তাড়াতাড়ি হবে ভাবিনি।

 

ক্রিকেট উপস্থাপনায় আইকন কে?

- মাইকেল হোল্ডিং। তিনি যখন ক্রিকেট নিয়ে কথা বলেন, মনে হয় কোনো একটা স্টোরি বলছেন।

 

ক্রিকেট নিয়ে ঘরোয়া পড়াশোনা বা ব্যাকগ্রাউন্ড প্রস্তুতি কি নিয়েছেন?

- তা কী আর বলতে। আপাতত ক্রিকেট নিয়েই পুরোটা সময় থাকতে চাই।

 

শোবিজ থেকে সম্পূর্ণ অন্য একটা জগৎ, কোনো সমস্যা হচ্ছে কি?

- এখন পর্যন্ত এমন কিছুর সম্মুখীন হতে হয়নি। কারণ আমার পরিবার থেকে যেহেতু কেউ শোবিজে ছিল না, এ জায়গাটাও নতুন ছিল। মূলত তখন অনেক ছোট ছিলাম।

তার তুলনায় ক্রিকেটে বেশি জানতে হয়, আপডেট থাকতে হয়। সবচেয়ে বড় কথা, ক্রিকেটটা অনেক উপভোগ করি।

সর্বশেষ খবর