শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

তিন চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

শোবিজ প্রতিবেদক

তিন চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

ইতালি, ভারত ও ইংল্যান্ডের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’। আগামীকাল থেকে ৬ জুলাই পর্যন্ত ইতালির ‘১৭তম ইস্কিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লন্ডনের ‘২০তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ভারতের কাশ্মীরের ‘তৃতীয় ওয়ালুর লেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে বাংলাদেশের এই চলচ্চিত্রটি। গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় যখন হানাদার বাহিনীর সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিল, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে মুক্তিযোদ্ধারা। এমনি নানা সত্য ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এই ছবির গল্প।

সর্বশেষ খবর