শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হায়দার হোসেনের নতুন গান

শোবিজ প্রতিবেদক

হায়দার হোসেনের নতুন গান

বিষয়ভিত্তিক গানের জনপ্রিয় শিল্পী হায়দার হোসেন এবার নিয়ে এসেছেন নতুন একটি গান। এবার মধ্যবিত্তদের জীবন নিয়ে গান বেঁধেছেন এই গায়ক। কথা-সুর হওয়া গানটি শিগগিরই রেকর্ড করবেন। এরপরই ইউটিউবে ছাড়বেন। গানটির শুরুর কয়েকটি লাইন ‘জন্ম থেকেই জীবন জানি বেঁচে থাকার এক যুদ্ধ/গান-বাজনা, সুর-তাল নিয়ে কখন কি আর ভাবব/জীবন মানেই সংগ্রাম তার সঙ্গে কর্তব্য/সত্য ন্যায়ের পালন যেন বিভীষিকা দুর্ভাগ্য/তবুও অটল অবিচল কোথা যেন পাই শান্তি/বিবেক বলে ভালো আছি দূর করে সব ক্লান্তি’। হায়দার হোসেন বলেন, ‘এই গানটি আমি লিখেছি ১০১৬ সালে। ভালো মিউজিশিয়ানের অভাবে এখন অনেক গান আমার ঘরে পড়ে আছে। গানটির রেকর্ডিং কবে হবে বলতে পারছি না।’ এছাড়া তিনি আরও বলেন, ‘মধ্যবিত্তের জীবন সবচেয়ে কঠিন। এই জীবন বয়ে বেড়ানো অনেক যন্ত্রণার। বাসা ভাড়া নিতে গেলে ৩০ হাজার টাকা গুনতে হবে, বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গেলে লাগবে ১০ হাজার। ঘুষ, দুর্নীতি, ডানে-বাঁয়ে না করে তারপরও কিছু মানুষ এই জীবনটা আঁকড়ে থাকেন। তাদের নিয়ে আমার এই গান।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর