শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কর্তৃপক্ষ ফিরে পেল ছন্দ-আনন্দ

শোবিজ প্রতিবেদক

রাজধানীর জোড়া সিনেমা হল ছন্দ-আনন্দ ৭ বছর পুলিশের জিম্মায় থাকার পর এর মালিকপক্ষ আলপনা ছায়াচিত্র প্রাইভেট লিমিটেডের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত ৯ মে হাই কোর্টের একটি রায়ে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ফার্মগেটে অবস্থিত এই প্রেক্ষাগৃহগুলোর জমি ডেসটিনি কর্তৃপক্ষ কিনে নিয়েছিল। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জমিটি সরকার জব্দ করে। পাশাপাশি হলগুলোর নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া হয়। ফলে এতদিন পুলিশের তত্ত্বাবধানে হল দুটি পরিচালিত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন হল দুটির নির্বাহী পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, ‘ছন্দ-আনন্দ সিনেমা হলের জায়গাটি ডেসটিনি গ্রুপের। জায়গাটা জব্দ করার কথা থাকলেও হলগুলোও নিয়ে নেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এগুলো এখন আমরা ফিরে পেয়েছি।’

সর্বশেষ খবর