মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রীতমের গল্পে স্মৃতি

শোবিজ প্রতিবেদক

প্রীতমের গল্পে স্মৃতি

জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ গান গাওয়ার পাশাপাশি গান লিখে থাকেন তা আমাদের অনেকেরই জানা। কিন্তু তিনি যে নাটকের গল্পও লিখেন তা হয়তো আমাদের অনেকেরই অজানা। হ্যাঁ সম্প্রতি ‘অন্তঋণ’ শিরোনামের একটি নাটকের গল্প লিখেছেন তিনি। আর এই নাটকে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন স্মৃতি ফামি। নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং নাট্যরূপ দিয়েছেন তীর্থক আহসান রুবেল। এই নাটকে আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী , মুকিত জাকারিয়া প্রমুখ। এ প্রসঙ্গে প্রীতম আহমেদ বলেছেন, গল্প তো অনেক আছে তবে এটি আমার লেখা প্রথম গল্প যেটি নাটক রূপে রূপান্তরিত হচ্ছে। আশা করছি ভালো লাগবে। ফামি বলেন, ‘প্রীতম অনেক জনপ্রিয় একজন গায়ক। এবার তার লেখা গল্পে নাটকও দর্শক দেখবে। এ ছাড়া আমি বেছে বেছে কাজ করতে পছন্দ করি। এই নাটকে একজন নারী কারও  প্রেমিকা, কারও বোন, কারও স্ত্রী, আবার আজন্ম যোদ্ধা। এই নাটকে তাই ফুটে উঠেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর