শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘সৃষ্টি সুখের উল্লাসে’ শুভ্রদেব

শোবিজ প্রতিবেদক

‘সৃষ্টি সুখের উল্লাসে’ শুভ্রদেব

বাংলাদেশের হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? যিনি সুরে সুরে বাঁশি বাজাতে চেয়েছিলেন। কণ্ঠের জাদুতে দুলিয়েছিলেন অসংখ্য হৃদয়। তিনি শুভ্রদেব। ৮ম শ্রেণিতে পড়ার সময়ই গানের হাতেখড়ি। বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। এরপরই শুরু হয় গানের রাজ্যে তার রাজত্ব। তার সংগীত জীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জিটিভির ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানে। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে আমাদের স্বাধীনতা লাভের প্রায় পঞ্চাশ বছরে সংগীত জগতের সুদীর্ঘ পথ চলায় অনেক গুণী শিল্পীর অবদান আমাদের পাথেয় হয়ে আছে। এমন শিল্পীদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প নিয়ে নেকটার নিবেদিত জিটিভির গবেষণামূলক অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনুষ্ঠানে শুভ্রদেবকে নিয়ে কথা বলেছেন গীতিকার মিল্টন খন্দকার ও আলী আকবর রুপুর পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর