শিরোনাম
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাইসুল আসাদের সাঁতার

শোবিজ প্রতিবেদক

রাইসুল আসাদের সাঁতার

বারোমাসী অভাবী পরিবারের সন্তান মালা। শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি। দিশাহারা পরিবার। অথচ মালার চোখে খেলা করে আমবাগানে ঢিল ছোড়া, পাখির বাসা খোঁজা, গাঁয়ের পথে অবাধ দৌড়াদৌড়ি, জলে ঝাপাঝাপি, স্কুলের দুরন্ত শৈশব। উড়োজাহাজের শব্দ তাকে খুব টানে। পাখির মতো উড়তে চায় সে। জীবনের আলো নিভে যাওয়ার আগে মালার শেষ ইচ্ছা পূরণে তৎপর মা-বাবা। মালার রঙিন স্বপ্নগুলো দিন দিন ফ্যাকাসে হতে থাকে। বাবা-মা-দাদি-ফুফু কোনো চেষ্টাই বাকি রাখে না মালাকে বাঁচাতে। এমনি চলে নাটকের গল্প। তুষার কান্তি সরকারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। সূচনা সংগীতে সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। চ্যানেল আইয়ে ২৯ নভেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবিটি ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর