শিরোনাম
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আঁখি ও পোলাকের যুগলবন্দী

শোবিজ প্রতিবেদক

‘সাঁঝের আকাশ ভরাব গানে গানে’ এই হালকা শীত শীত আমেজে রাজধানীর বুকে রবীন্দ্রনাথের গান ও কবিতার এক অনন্য যুগলবন্দী। আয়োজনে ফরাসি দূতাবাস ও অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। দুজন প্রতিভাবান শিল্পী। আঁখি হালদার ও সামিউল ইসলাম পোলাক। একজন গাইবেন গান, অন্যজন শোনাবেন কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা,

প্রকৃতি ও বিচিত্র পর্যায়ের গানের সঙ্গে টপ্পা ও খেয়াল। পাশাপাশি রবীন্দ্র পত্রসাহিত্য ও ভানুসিংহের পদাবলীসহ শানাই, ক্ষণিকা, মানসী ও গীতাঞ্জলি কাব্য থেকে পাঠ। আঁখি হালদারের গ্রন্থনায় যুগল পরিবেশনা রবীন্দ্রসংগীতালেখ্য ‘সাঁঝের আকাশ ভরাব গানে গানে’। এই দুই প্রতিভাবান শিল্পীর যুগলবন্দী ‘সাঁঝের আকাশ ভরাব গানে গানে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

 

 

সর্বশেষ খবর