মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
শিল্পীদের পালা বদল

টিভি নাটকে আলোচনায় যারা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিভি নাটকের পালা বদল নতুন কোনো বিষয় নয় । বিটিভিযুগীয় সময় থেকে এই সময়ে অনেক রঙিন মুখের আবির্ভাব ঘটেছে মিডিয়ায়। মিডিয়া জগতের এই দীর্ঘ পথপরিক্রমায় নতুন প্রজন্মের বেশকিছু অভিনয়শিল্পী নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শকের নজর কেড়েছেন। টিভি নাটকে প্রজন্মের সেই পালা বদলের গল্প তুলে ধরেছেন- আলী আফতাব

টিভি নাটকে আলোচনায় যারা

একসময় টিভি চ্যানেল বলতেই বুঝাত বাংলাদেশ  টেলিভিশন। দর্শক চাহিদার কথা মাথায় রেখে তারা নির্মাণ করতেন অনুষ্ঠানমালা। নাটক ছিল ভীষণ মানসম্মত। পারলে না রুমকি, সকাল-সন্ধ্যা, যোগাযোগ, সংশপ্তক- এগুলো ছিল অমর সৃষ্টি। তখন দর্শকপ্রিয় এসব নাটকে অভিনয়ে ছিলেন জাঁদরেল সব অভিনেতা-অভিনেত্রী। তাদের অভিনীত একটার পর একটা মন ভোলানো নাটক আমরা দেখেছি। সেই আশির দশকে নাট্য জগতে এক বিপ্ল­ব এনেছিলেন হুমায়ূন আহমেদ। হুমায়ূনকন্যা শিলা, আসাদুজ্জামান নূর, বিপাশা, মেহের আফরোজ শাওন, জহিরুদ্দিন পিয়ার, ত্রপা মজুমদার, তারানা হালিম, শমী কায়সার, নিমা রহমান, তারিক আনাম, হুমায়ুন ফরীদি, মিমি, জাহিদ হাসান, অপি করিম, আজিজুল হাকিম, সেলিম, তমালিকা, ঈশিতা, তারিন, টনি ডায়েস, মেঘনা, ইলোরা গহর- আরও অনেকেই ছিলেন একসময় ছোট পর্দার উজ্জ্বল তারকা। আফজাল-সুবর্ণা জুটির ক্রেজ তখন তুঙ্গে। অভিনয় ছিল মানসম্মত। নাটক তৈরি হতো কম। কিন্তু নাটক হতো মনে রাখার মতো অভিনয়শৈলীসম্পন্ন। মনে হতো যেন নিজের জীবনে নিজেদের পরিবারে এই ঘটনাপ্রবাহ ঘটে চলেছে। পরবর্তী সময় অনেক অভিনয়শিল্পীই মিডিয়ায় এসেছেন। কাজ করেছেন বা করছেন নতুন নতুন শিল্পীরা। কিন্তু নতুন প্রজন্মের এই শিল্পীদের নিয়ে আগ্রহ বা তাদের পরিচিতি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ খুবই কম। এই হাল আমলে সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের নামের পর স্বাভাবিকভাবে কিছু তরুণ প্রজন্মের অভিনয় তারকারা দর্শক কাড়তে সক্ষম হচ্ছেন। বয়সে ছোট হলেও সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়েই কাজ করছেন তারা। এরা প্রত্যেকেই আলাদা করে দর্শক নজর কাড়ছেন। নতুন প্রজন্মের অসংখ্য যুবকের হৃদয় কাঁপানো তারকা মেহজাবিন চৌধুরী। বর্তমানে নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী তিনি। গত ঈদে প্রায় বিশটির বেশি নাটক প্রচার হয়েছে তার। এছাড়া মেহজাবিন অভিনীত এবারের ঈদের অন্য নাটকের মধ্যে ‘তোমারই প্রেমে প্রতিদিন’, ‘শেষটা সুন্দর’, ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘মন বদল’ অন্যতম। নাটকে এখনো নিজের মানকে ধরে রাখার চেষ্টা করেছেন অভিনেতা অপূর্ব। গত ঈদে তার নাটকের সংখ্যাও অনেক। ঈদের অন্যতম আলোচিত টেলিফিল্ম ‘বাইশে এপ্রিল’-এর জন্য প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া ‘এক হৃদয়হীনা’, ‘দেখা হবে কি’, ‘শিশির বিন্দু’, ‘টেস্ট রিপোর্ট’সহ বেশকিছু নাটক আলোচিত হয়েছে তার। গত ঈদে সর্বোচ্চ সংখ্যক নাটক করেছেন আফরান নিশো। আফরান নিশোর নাটক নির্বাচনে যে সুনাম ছিল তা তিনি এই ঈদে হারিয়েছেন। তবুও বেশ কিছু নাটকের জন্য তিনি আলোচিত হয়েছেন। ‘মিস শিউলি’তে তোতলার চরিত্রে প্রশংসিত হয়েছেন। এছাড়া ইউটিউবে সর্বাধিক দেখা ‘দ্য অ্যান্ড’-এর জন্য তিনি আলোচিত হয়েছেন। গায়ক থেকে অভিনেতা হওয়া তাহসানের গত ঈদে নাটকের সংখ্যা কম ছিল না। তার মধ্যে ‘আঙ্গুলে আঙ্গুল’-এ অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এছাড়া বাকিগুলোর মধ্যে ‘লেডি কিলার’, ‘পায়ে পায়ে হারিয়ে’ অন্যতম। এছাড়া তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদের জনপ্রিয়তাও কম ছিল না গত ঈদে। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে তাদের বেশকিছু নাটক। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও এগিয়ে আছেন তিশা। গত ঈদের বেশকিছু নাটক এখন ইউটিউবে দেখছে দর্শক। এগুলোর মধ্যে ‘লেডি কিলার’ আলোচিত হয়েছে। এছাড়া তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম ‘আঙ্গুলে আঙ্গুল’, ‘উপলব্ধি’, ‘মনে মনে খুব গোপনে’, ‘পায়ে পায়ে হারিয়ে’ অন্যতম। টিভি নাটকে ব্যস্ততার তালিকায় আর একটি নাম হচ্ছে তানজিন তিশা। গত ঈদে তার অভিনীত নাটকের সংখ্যা ছিল বেশি। এর মধ্যে ‘দেখা হবে কি?’ ‘দ্য অ্যান্ড’ ও শিশির বিন্দু বেশ আলোচিত হয়েছে। তরুণ প্রজন্মের তারকাদের মধ্যে আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের কাজ চোখ এড়ায়নি গত ঈদে। বেশকিছু ভালো নাটকে অভিনয় করেছেন তিনি। ‘শাড়ী’ ও ‘কিছু দুঃখ সবারই থাকে’ নাটকে অভিনয় করে দর্শকদের চোখে পড়েছেন নূর। এছাড়া তার অভিনীত অন্যান্য নাটকের মধ্যে ‘টকিং মেশিন’ মোটামুটি আলোচিত হয়েছে। এছাড়া ‘মিস শিউলি’ নাটকে ইয়াশ রোহান, ‘বাইশে এপ্রিল’ টেলিফিল্মে ইরেশ যাকের, ‘বৃশ্চিক’ নাটকে জোভান আলোচিত হয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর