মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কিশোর দাশের সুর ও সংগীতায়োজনে আবদুল হাদী

শোবিজ প্রতিবেদক

কিশোর দাশের সুর ও সংগীতায়োজনে আবদুল হাদী

বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও আসিফ আকবর এবার গান গাইলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশের সুর ও সংগীতায়োজনে। কিন্তু এবারই প্রথম একই গানে কণ্ঠ দিলেন এই দুই তারকা শিল্পী। ‘বাবা কথোপকথন’ শিরোনামের গানের কথা সাজানো হয়েছে বাবা ও  ছেলের সম্পর্কের

কথোপকথন দিয়ে। এতে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আবদুল হাদী। আর ছেলের কথাগুলো সুরে সুরে গেয়েছেন আসিফ আকবর। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। এ প্রসঙ্গে কিশোর দাশ বলেন, ‘কিছু কিছু মুহূর্তের অনুভূতি এতটাই রোমাঞ্চকর, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি মুহূর্তের সাক্ষী হলাম। কারণ জীবন্ত কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী স্যারের ভয়েস আমি ধারণ করেছি। ওই মুহূর্তে নস্টালজিক হয়ে পড়ছিলাম। আর এই গান আমাকে দিয়ে করানোর মূল কৃতিত্ব আসিফ আকবর ভাইয়ের। এই সুযোগ দেওয়ার জন্য ভাইয়াকে ধন্যবাদ।’ এই গান নিয়ে বড় আয়োজনে নির্মাণ করা হবে মিউজিক ভিডিও। গানটি প্রযোজনা করছেন ধ্র“ব মিউজিক স্টেশন।

সর্বশেষ খবর