মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশে বনি কৌশনীর জানবাজ

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশে বনি কৌশনীর জানবাজ

ভারতের মতো বাংলাদেশ মাতাচ্ছে কলকাতার ছবি ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌশনী মুখার্জি জুটির নতুন এ ছবিটি গত শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এই ছবির গল্প। মুক্তি পাওয়া ৪০টি সিনেমা হলের প্রায় সবকটি সূত্রে জানা গেছে, গল্পের ভিন্নতার কারণে ছবিটি দর্শকদের মুগ্ধ করেছে। প্রেম, অ্যাকশন, পারিবারিক ঘটনা, শ্রুতিমধুর গান, মনোরম লোকেশন- সবই আছে জানবাজ ছবিতে। এটি পরিচালনা করেছেন অনুপ সেনগুপ্ত। ছবিটিতে আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ। এদেশে ছবিটি মুক্তি দিয়েছে হার্টবিট প্রোডাকশন হাউস। হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারুক জানান, ঢাকার মধুমিতা, বলাকা, চিত্রা মহল, জোনাকী, এশিয়া, পুনম, গীত, বিজিবি, সেনা সিনেমাসহ সারা দেশে ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জানবাজ’। তিনি বলেন, ছবিটি ব্যবসা করায় আমি খুশি, তবে দুই বাংলার ছবি যদি একসঙ্গে ঊভয় বাংলায় মুক্তি পায় তাহলে দুদেশেই ছবিগুলো শতভাগ ব্যবসা করবে। সরকারি জটিলতায় কলকাতায় মুক্তির অনেক পর এখানে কলকাতার ছবি মুক্তি পাওয়ায় কাক্সিক্ষত ব্যবসা করা যায় না। চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে এ অবস্থার অবসান হওয়া দরকার।

 

সর্বশেষ খবর