বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাকিবের প্রশংসায় তারা...

আলাউদ্দীন মাজিদ

শাকিবের প্রশংসায় তারা...

ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান প্রশংসায় ভাসছেন। সম্প্রতি এই অভিনেতা প্রযোজিত ও অভিনীত ‘বীর’ ছবির পোস্টারের ফার্স্ট লুক প্রকাশিত হলে সিনিয়র অভিনেতা ও সংসদ সদস্য আকবর খান পাঠান ফারুক শাকিবের প্রশংসা করে বলেন, পত্র- পত্রিকায় ‘বীর’ ছবির পোস্টার দেখলাম। এতে শাকিব বীরের মতোই কাজ করেছে। এখন বড় পর্দায় ছবিটি দেখার পালা। বাংলাদেশের প্রতিটি মানুষকে বলব শাকিবের এই ছবিটি আপনারা দেখেন। সুপারস্টার ফারুক বলেন, শাকিব একজন দক্ষ অভিনেতা। দীর্ঘদিন ধরে বলতে গেলে একাই সে এই ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছে। দক্ষ অভিনয় দিয়ে ইতিমধ্যে শাকিব দুই বাংলার দর্শক মন জয় করে নিয়েছে। একাধিকবার জাতীয় পুরস্কারও লাভ করেছে। শাকিবের প্রতি আমার শুভ কামনা রইল।

এর আগে শাকিব খান ২০১৪ সালে বাংলাদেশ ও কলকাতার যৌথ ছবি ‘শিকারি’তে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, আশীষ বিদ্যার্থী, সব্যসাচী প্রমুখের। রঞ্জিত মল্লিক এক টুইট বার্তায় লিখেছিলেন, শাকিবের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। ‘শিকারি’ ছবিটি দেখে বুঝতে কষ্ট হয়নি যে, সে একজন অসাধারণ অভিনেতা। আমি তার সাফল্য কামনা করছি। বলিউড ও টলিউডের শক্তিমান খল অভিনেতা আশীষ বিদ্যার্থীর সঙ্গে কাজ করা হয়েছে শাকিব খানের। আশীষ বিদ্যার্থী শাকিবের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, শাকিব খান আসলেই একজন জাত অভিনেতা। কাজের প্রতি তার একাগ্রতা অবাক করার মতো। তার সঙ্গে কাজ করতে গিয়ে বারবার আমি মুগ্ধ হয়েছি। টলিউডের আরেক শক্তিমান অভিনেতা সব্যসাচী বলেন, শাকিব মানুষ হিসেবে যেমন ভদ্র ও অমায়িক তেমনি অভিনেতা হিসেবে অতুলনীয়। তার সঙ্গে শিকারি ছবিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে এমন অভিনয় শিল্পী চলচ্চিত্র ভান্ডারের পূর্ণতার জন্য অত্যাবশ্যক। এদিকে সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে টলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জয়দীপ মুখার্জি শাকিবের প্রশংসা করতে গিয়ে বলেন, ঢাকাই সুপারস্টার শাকিব খান এখন পশ্চিমবঙ্গেও সুপরিচিত। যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ আর ‘নবাব’ ছবিতে কাজ করেই বাজিমাত করেছেন তিনি। তাই কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও তার ভক্তদল তৈরি হয়েছে। জয়দীপ মুখার্জি বলেন, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে শাকিব খান স্টেজ শো করেছে। ওখানে জিৎ,  দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে। এটা কিন্তু চাট্টিখানি কথা নয়। জয়দীপ আরও বলেন বাংলাদেশের হল মালিক, প্রযোজকদের জন্য সে কমিটেড থাকে, যাতে তারা বাঁচে। শাকিব যদি বাংলাদেশে বছরে কমপক্ষে ছয়টি ছবি না করে, তবে ওখানে  যে হলগুলো চালু আছে, সব বন্ধ হয়ে যাবে। কারণ শাকিব ছাড়া আর তেমন কোনো হিরোর ছবি চলে না। জয়দীপ মুখার্জি বলেন, বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা রজনীকান্তের মতো। ভারতে অনেক বড় বড় হিরো আসছে। যার মধ্যে অমিতাভ বচ্চন একজন। আমি নিজেও অমিতাভ বচ্চনের ফ্যান। কিন্তু রজনীকান্তের সিনেমা মুক্তি পেলে যে একটা উন্মাদনা তৈরি হয় ভারতে, তা অন্য কোনো নায়কের ক্ষেত্রে হয় না। একই ব্যাপারটা আমি দেখতে পাই শাকিবের মধ্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর