সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওপার বাংলায় জনপ্রিয়তা বাড়ছে তাদের

আলাউদ্দীন মাজিদ

ওপার বাংলায় জনপ্রিয়তা বাড়ছে তাদের

ওপার বাংলার ছবিতে জনপ্রিয়তা বাড়ছে ঢাকাই ছবির তারকাদের। এর মধ্যে অন্যতম দুজন হলেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়া নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিমও প্রশংসা কুড়িয়েছেন। গত ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পায় জয়া অভিনীত ‘রবিবার’ ছবিটি। মুক্তি পাওয়ার পর তার আগের অভিনীত ছবিগুলোর মতোই প্রশংসায় ভাসেন তিনি। গত বছরের মার্চ মাসে ভারতের প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’র জরিপে সেরা ভারতীয় নায়িকার তালিকায় স্থান করে নেন বাংলাদেশের জয়া আহসান। তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কলকাতার ছবি বিসর্জনে পদ্মা চরিত্রে অভিনয়ের জন্য। তিনি ২০১৩ সালে অভিনয় করেন কলকাতার অরিন্দম শীল পরিচালিত আবর্ত ছবিতে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি কলকাতার ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। একই বছর কলকাতার একটি বাঙালি ভূতের গপ্পো ও সৃজিত মুখার্জি পরিচালিত রাজকাহিনী ছবিতে অভিনয় করেন। রাজকাহিনী ছবিতে অভিনয়ের জন্য কলকাতার ১৬তম টেলিসিনে পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালে অরিন্দম শীল পরিচালিত কলকাতার ঈগলের চোখ ছবিতে। ২০১৭ সালে অভিনয় করেন কলকাতার কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ছবিতে। এতে অভিনয় করে কলকাতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৮ সালে এই ছবির সিক্যুয়েল ‘বিজয়া’তেও অভিনয় করেন তিনি। ২০১৮ বিরসা দাশ্গুপ্ত পরিচালিত কলকাতার নারীবাদী চলচ্চিত্র ক্রিসক্রস মুক্তি পায়। ২০১৯ সালে কলকাতায় জয়ার ‘কণ্ঠ’ মুক্তি পেয়ে সাড়া জাগায়।

এদিকে টালিগঞ্জে প্রশংসায় ভাসছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানও। যোগ্যতার পুরস্কারও পুরে নিচ্ছেন অর্জনের ঝুলিতে। ২০১৮ সালে কলকাতায় শাকিবের ‘নাকাব’ ছবিটি দেখে অভিভূত হন কলকাতার ছবির সুপারস্টার জিৎ। তিনি বলেন, এর আগেও শাকিব খানের ছবি দেখেছি। তার ছবি যতই দেখছি তার অভিনয় ক্যারিশ্মায় ততই মুগ্ধ হচ্ছি। তার মতো একজন দক্ষ অভিনেতার পক্ষে সহজেই সবার মন জয় করে নেওয়া সম্ভব। ‘নাকাব’ ছবিটি দেখে তার প্রমাণ পেলাম। শাকিব খান ২০১৬ সালে প্রথম যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিতে অভিনয় করে শুধু ভারত-বাংলাদেশ্ নয়, বিশ্ দর্শ্বকদের মন জয় করেন। ছবিটি ২০১৭ সালে কলকাতার কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ছবির সম্মান লাভ করে। ২০১৭ সালে ছবিটির জন্য শাকিব খান কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড লাভ করেন। ‘নবাব’ আর ‘শিকারি’ উঠে আসে কলকাতার সেরা দশ্ ছবির তালিকায়। কলকাতার পত্রিকায় খবরটি ছিল এমন, ‘ঢালিউড সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা কলকাতায়ও ছড়িয়ে পড়েছে। শুধু জনপ্রিয়তাই নয়, টলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই শীর্ষ নায়ক। উইকিপিডিয়ায় কলকাতার ব্যবসা সফল ছবির তালিকায় স্থান পাওয়া ২০১৭ সালের প্রথম ১০ ছবির মধ্যে একটি শাকিব খানের। তালিকার ছয় নম্বর স্থানে রয়েছে শাকিবের ‘নবাব’। এরপর মুক্তি পেল ‘চালবাজ’ ও ‘ভাইজান এলোরে’। ‘চালবাজ’ দেখে বলিউড অভিনেতা আশীষ বিদ্যার্থী আর টালিগঞ্জের রজতাভ দত্ত একই সুরে বলেন, ছেলেটি অসাধারণ অভিনয় করে। তার তুলনা সে নিজেই। শাকিবের ‘ভাইজান এলোরে’ দেখে কলকাতার খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক এক টুইট বার্তায় বলেন, তার অভিনয়ে আমি মুগ্ধ, ছেলেটির মধ্যে অভিনয় জাদু আছে, আমি রীতিমতো তার ভক্ত হয়ে পড়েছি। কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা রজনীকান্তের মতো। ভারতে অনেক বড় বড় হিরো আসছে। তার মধ্যে অমিতাভ বচ্চন একজন। আমি নিজেও অমিতাভ বচ্চনের ফ্যান। কিন্তু রজনীকান্তের সিনেমা মুক্তি পেলে যে একটা উন্মাদনা তৈরি হয় ভারতে তা অন্য কোনো নায়কের ক্ষেত্রে হয় না। একই ব্যাপারটা আমি দেখতে পাই শাকিবের মধ্যে। বাংলাদেশে শাকিবের ছবি মুক্তি মানে দুই সপ্তাহে হল মালিকরা টাকা তুলে নেবেন। এদিকে শিগগিরই কলকাতার একটি বড় প্রোডাকশ্ন হাউসের ৪টি ছবিতে শাকিব খান চুক্তিবদ্ধ হতে চলেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর