সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউনে পরীমণির দিনকাল

শোবিজ প্রতিবেদক

লকডাউনে পরীমণির দিনকাল

সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন এক অদৃশ্য আতঙ্কের নাম কভিড-১৯ করোনাভাইরাস। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরতে হয়েছে এই লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণিকে। ফিরেই নিজেকে বনানীর বাসায় পুরোপরি ‘লকড’ রেখেছেন তিনি।

ঢালিউডের আলোচিত এই নায়িকা ঢাকায় ফিরে কেমন আছেন, কীভাবে সময় কাটছে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি একদম ‘লকড’। নতুন সব ছবির চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি। ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। রান্না করতে আমার খুব ভালো লাগে। এতদিন টানা শুটিং করার কারণে চাইলেও রাত জাগা যাচ্ছে না। তাছাড়া একটা শুটিং থেকে ফিরলে সেই চরিত্র থেকে বের হতেও কিছুটা সময় লাগে। আমি এখনো সেই চরিত্রের মধ্যে আছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সময় খুব কম দিচ্ছি। এসবে এখন কেমন জানি হতাশ লাগে। জানা গেছে, আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন পরীমণি ও সিয়াম। ছবিটির শুটিংয়ের সময়ও খুব সাবধানে আর নিরাপদে থাকার যথেষ্ট চেষ্টা করেছেন পরীমণি। এদিকে, কিছুদিন আগে বিয়ে করা এই অভিনেত্রী ঢাকায় ফিরলেও স্বামী কামরুজ্জামান রনি ও তিনি নিজ নিজ বাসায় অবস্থান করছেন। এ ব্যাপারে পরীমণি জানান, জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর আগে। আগে এই সংকটের সময়টা কেটে যাক। এদিকে, করোনার কারণে মুক্তি আটকে আছে পরীমণি ও সিয়াম জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি গত ২৭ মার্চ মুক্তির কথা ছিল। ছবিটি চলতি বছরের নারী দিবসে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। রুম্মান রশিদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর