বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বলিউডে বাড়ছে উদ্বেগ

শোবিজ ডেস্ক

বলিউডে বাড়ছে উদ্বেগ

করোনা আতঙ্কে থমকে গেছে বলিউডে ছবি মুক্তি ও নির্মাণ। এতে এই জগতে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। রোহিত শেঠির ‘সুরিয়াভানশি’ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ মার্চ। করোনাভাইরাস সব ওলট-পালট করে দিল। একইভাবে স্থগিত হয়ে গেল পরিচালক কবীর খানের মুভি ‘এইটি-থ্রি’র মুক্তিও।  এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ১০ এপ্রিল এটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নতুন ছবি ‘থালাইভি’র শুটিং করছিলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। তারপর জারি হলো লকডাউন। এ অবস্থায়

কিছু তারকা অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তাকে ব্যবহার করছেন সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা কেন এত গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মানুষকে সচেতন করতে। কার্তিক আরিয়ান তার ফিল্ম ‘পেয়ার কা পাঞ্চনামা?’র একটি দৃশ্যের অনুকরণে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই সংকটের সময় কেন সবার ঘরে থাকাটা এত জরুরি, সে বার্তাই তিনি তুলে ধরেছেন এই দৃশ্যটির সংলাপ বদলে দিয়ে। ইনস্টাগ্রামে এটি এক কোটি বারের বেশি দেখেছে মানুষ। চলচ্চিত্র জগতের আরও অনেকে তাদের মতো করে সাহায্যের চেষ্টা করছেন এই দুর্যোগে। অক্ষয় কুমার এবং আনুশকা শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় তহবিলে দান করেছেন। লকডাউনের কারণে যে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সাহায্য করা হয় এই তহবিল থেকে। প্রযোজকদের একটি সংস্থাও একটি তহবিল গঠন করেছে চলচ্চিত্র শিল্পে যারা  দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে তাদের সাহায্য করার জন্য। কিন্তু লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে এমন জল্পনার মধ্যে প্রযোজকরা আশঙ্কা করছেন বলিউডের কাজের ধরনে বড় ধরনের পরিবর্তন আসবে। চলচ্চিত্র পরিচালক করণ জোহর তার পরবর্তী ছবি ‘তখত?’-এর শুটিং এপ্রিলে শুরু করবেন বলে কথা ছিল। এটি একটি ঐতিহাসিক ছবি। তার টিম এরই মধ্যে ইউরোপে এটির শুটিংয়ের জন্য সেট তৈরি শুরু করেছিল। কিন্তু এক সাক্ষাৎকারে করণ জোহর বলেছেন, এর ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিশ্চিত নন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর