মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঘরে বসে শতাধিক সংগীতশিল্পীর কনসার্ট

শোবিজ ডেস্ক

ঘরে বসে শতাধিক সংগীতশিল্পীর কনসার্ট

একজোট হলেন সংগীত ভুবনের সব নক্ষত্র। লেডি গাগা, টেলর সুইফট, বিলি আইলিশ, জেনিফার লে লোপেজ, স্যার এলটন জন, স্যার পল ম্যাককার্টনি, দ্য রোলিং স্টোনস ব্যান্ড, বিয়ন্সে, শেরিল ক্রোসহ আরও কত নাম। এখন পর্যন্ত পৃথিবী নামের গ্রহের একই অনুষ্ঠানে এত বিপুলসংখ্যক তারকার সমাবেশ এটাই প্রথম। শনিবার বাংলাদেশ সময় ১৯ এপ্রিল ভোরে বিশেষ একটি কনসার্টে অংশ নিলেন তামাম দুনিয়ার শতাধিক সংগীতশিল্পী। লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রত্যেকে নিজেদের ঘরে বসে গান গেয়েছেন, বাজিয়েছেন। করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়তে বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীসহ সেবা প্রদানকারীদের প্রশংসা করতেই এ আয়োজন। ‘ওয়ান ওয়ার্ল্ড : টুগেদার অ্যাট হোম’ শীর্ষক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের এনবিসি, এবিসি ও সিবিএসসহ বিভিন্ন দেশের টিভি চ্যানেল, ইউটিউবসহ কয়েকটি স্ট্রিমিং ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে একযোগে প্রচার হয়েছে। পৃথিবীতে সবাই পরস্পর নির্ভরশীল, শিরোনামের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই বক্তব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেনের নেতৃত্বে স্মরণীয় এই কনসার্ট তত্ত্বাবধান করেছেন আমেরিকান পপতারকা লেডি গাগা। অনুষ্ঠানটিকে পৃথিবীর তরে একটি প্রেমপত্র হিসেবে দেখছেন তিনি। লেডি গাগা বলেন, ‘বৈশ্বিক দুর্যোগে সেবা প্রদানকারীরা যে অবদান রেখেছেন তার প্রতিদানে কনসার্টে অংশগ্রহণকারী সংগীতশিল্পীরা সামান্য কিছু করতে চেয়েছেন। এ কনসার্টের উপার্জিত অর্থ করোনা আক্রান্ত মানুষদের দেওয়া হবে।

সর্বশেষ খবর