বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

করোনার গানে আশরাফ-শুভ

শোবিজ প্রতিবেদক

করোনার গানে আশরাফ-শুভ

চলমান দুর্যোগ মহামারী থেকে মুক্তির লক্ষ্যে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় নতুন দুটি ইসলামী সংগীতে কণ্ঠ দিলেন আশরাফ উদাস ও কাজী শুভ। দুটি গানের কথা লিখেছেন রাজ কামাল। সংগীত পরিচালনা করেছেন শামীম আশিক। হানিফ খানের সুরে আশির দশকের দেশ কাঁপানো শিল্পী আশরাফ উদাস গেয়েছেন ‘গুনাহগার বান্দা’ শিরোনামের গান। আর কাজী শুভ গেয়েছেন ‘যে মরণের হয় না গোসল’ শিরোনামের গানটি। এই গানটি সুর করেছেন কাজী শুভ নিজেই। গানটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মিউজিক স্টেশন থেকে। অন্যদিকে আশরাফ উদাসের গানটি প্রকাশ করেছে সুপতি মিউজিক স্টেশন। গান দুটি প্রসঙ্গে গীতিকার ও নাট্যপরিচালক রাজ কামাল জানান, ‘করোনার কবলে গোটা বিশ্ব থমকে গেছে। আবার চলছে রমজান। তাই স্রষ্টার দরবারে তার কৃপা প্রার্থনার জন্যই গান দুটি করা। আশা করছি আশরাফ উদাস এবং কাজী শুভর কণ্ঠে শ্রোতারা ভিন্ন স্বাদ পাবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর