শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

এক গানে হাদী ও আসিফ

শোবিজ প্রতিবেদক

এক গানে হাদী ও আসিফ

জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বরাবরই আইডল মানেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এই প্রথমবারের মতো দুজনে কণ্ঠ দিলেন এক গানে। শিরোনাম ‘বাবা ছেলের টান’। গানে গানে তারা বলবেন বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, প্রেম-ভালোবাসার কথা। যেখানে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, আর ছেলের কথাগুলো আসিফ আকবরের কণ্ঠে। বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস। এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আসিফের বলিষ্ঠ গায়কী আমাকে মুগ্ধ করে। আশা করি, আমাদের শ্রোতারা সাদরেই গ্রহণ করবেন এ গান। শনিবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘বাবা ছেলের টান’।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর