বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এবার ঈদেও পছন্দের শীর্ষে হানিফ সংকেত

শোবিজ প্রতিবেদক

এবার ঈদেও পছন্দের শীর্ষে হানিফ সংকেত

হানিফ সংকেতের সঙ্গে সাবিনা ইয়াসমিন ও তার মেয়ে বাঁধন এবং সাদিয়া ইসলাম মৌ ও তার মেয়ে পুষ্পিতা

এবারের ঈদেও হানিফ সংকেতের নির্মিত নাটক এবং ইত্যাদি ছিল দর্শক পছন্দের শীর্ষে। তার রচিত এবং নির্দেশিত ‘মনের মতি মনের গতি’ নাটক। এতে তিনি যথার্থভাবেই তুলে ধরেছেন বর্তমান অবস্থার বাস্তব চিত্র। করোণা মহামারী এবং এর ওষুধ সম্পর্কে অজ্ঞতা- সর্বোপরি একটি গ্রামের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরেছেন এই নাটকে। এ যেন বিন্দুতে সিন্ধু দর্শনের অভিজ্ঞতা। বলা যায় মানুষকে সঠিক ও মানবিক জীবনযাপনে উদ্বুদ্ধ হওয়ার জন্য এই নাটকের মাধ্যমে হানিফ সংকেত এক ধরনের বার্তা পৌঁছে দিয়েছেন সবার কাছে। হানিফ সংকেতের এবারের ইত্যাদিও ছিল এক কথায় অসাধারণ। দর্শকদের সুরক্ষার কথা ভেবে পুরনো ঈদ ইত্যাদি থেকে বিভিন্ন পর্ব বাছাই করে নির্মাণ করেছিলেন একটি সংকলিত অনুষ্ঠান যা ছিল অত্যন্ত উপভোগ্য। করোণার কারণে দর্শক উপস্থিতিতে ব্যাপক আয়োজনে ইত্যাদি নির্মাণ সম্ভব নয় বলে এবারও তিনি নির্মাণ করেন ইত্যাদির একটি সংকলিত পর্ব। হানিফ সংকেতের সম্পাদনার ক্যারিশমার কারণে বোঝাই যায়নি এটি নতুন অনুষ্ঠান নাকি একটি সংকলিত অনুষ্ঠান। অনুষ্ঠানের বিষয় নির্বাচন ও উপস্থাপনা  নৈপুণ্যের কারণে সম্পাদনার টেবিলে সাজানো গতিশীল অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ। কোন আইটেম ছেড়ে কোন আইটেমের কথা বলব, প্রতিটি আইটেমই ছিল জমজমাট। অনেকদিন পর ভিন্নরূপে হুমায়ুন ফরীদিকে দেখে ভালো লাগল। সংকলিত অনুষ্ঠানের মধ্যে হঠাৎ করে হানিফ সংকেত দর্শকশূন্য গ্যালারিতে উপস্থিত হয়ে বলেন, এই অংশটুকু সংকলিত নয়, নতুন করে ধারণ করা এবং তার এই উপস্থিতির কারণ হচ্ছে সদ্য প্রয়াত শিল্পী এন্ড্রু কিশোরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। তার এই স্বল্প সময়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এই পর্বে তিনি এন্ড্রু কিশোরের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্মৃতির উদ্দেশে নিবেদন করেন পনেরো বছর আগে ইত্যাদিতে গাওয়া প্রথম গানটি, যার প্রথম লাইন ছিল ‘পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়’। গানটি দেখে অনেকের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। সংকলিত হলেও একটি অসাধারণ ইত্যাদি উপহার দেওয়ার জন্য হানিফ সংকেতকে অসংখ্য ধন্যবাদ।

সর্বশেষ খবর