রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অক্সফোর্ড আর অ্যামাজনে স্মৃতি ফামির বই

শোবিজ প্রতিবেদক

অক্সফোর্ড আর অ্যামাজনে  স্মৃতি ফামির বই

মডেল ও অভিনেত্রী হিসেবে আমাদের কাছে পরিচিত স্মৃতি ফামি। মিডিয়ায় কাজের পাশাপাশি এই লকডাউনে একটি বই লিখে ফেলেছেন তিনি। নাম ‘ভার্চুয়াল রিয়েলিটি’। এবার নতুন খবর হচ্ছে, বইটি স্থান পাচ্ছে বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড আর শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনে। এ ছাড়া বিশ্বের শতাধিক ওয়েবসাইট, বইয়ের দোকান ও নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে স্থান পাচ্ছে ‘ভার্চুয়াল রিয়েলিটি’ নামের বইটি। স্মৃতি ফামি জানান, বৈশ্বিক বাস্তবতায় সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য তৈরির বিষয়ে তিনি বইটি লিখেছেন। আর সেটি লেখার পেছনে রয়েছে ৯০ দশক থেকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা এবং এই বিষয়ে ১৬ বছরের উচ্চতর শিক্ষাজীবন। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় এই টিভি মুখ পুরো বইটি লিখেছেন সেলফ কোয়ারেন্টাইনে থেকে। বললেন,

‘টানা ১০০ দিন লেগেছে বইটি লেখা শুরু ও শেষ করতে। নিজের অভিজ্ঞতা আর পড়াশোনা মিলিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এমন একটি বই লেখার। অবশেষে সেটি করতে পেরে খুব আরাম বোধ করছি।’ বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ১০ অক্টোবর, তারই জন্মদিনে। এর মধ্যে তৈরি হয়েছে প্রচ্ছদ, চলছে ছাপার কাজ। বইটি প্রকাশের বিষয়ে এর মধ্যেই কথা চূড়ান্ত হয়েছে অ্যামাজন ডটকমসহ ওয়াটারস্টোনস, ফয়েলস, ব্ল্যাকওয়েলস, ব্যারনস, নোবেল ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে।

সর্বশেষ খবর