বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মাইলসের বিরুদ্ধে রনিমের অভিযোগ

শোবিজ প্রতিবেদক

মাইলসের বিরুদ্ধে রনিমের অভিযোগ

ব্যান্ড দল মাইলসের চার সদস্যের বিরুদ্ধে গানের কপিরাইট চুরির অভিযোগ তুলেছেন গীতিকার রনিম। তিনি মাইলসের ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, জেমসের ‘আগামীকাল আমার শততম দুঃখবার্ষিকীসহ’ বহু শিল্পীর অসংখ্য হিট গানের গীতিকবি রনিম। সম্প্রতি তার ফেসবুক পোস্টে তিনি মাইলসের চার সদস্যের বিরুদ্ধে তার লেখা গানের কপিরাইট চুরির অভিযোগ করেছেন। মাইলসের প্রতিধ্বনি অ্যালবামের জন্য চারটি গান লিখেছেন রনিম। কিন্তু গানগুলো মাইলসের চার সদস্য হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, মুস্তফা আসিফ ইকবাল (জুয়েল) অন্যায়ভাবে নিজেদের নামে নিবন্ধিত করেছেন। ২০০৯ সালে তারা নিজেদের গীতিকার দাবি করে অবৈধভাবে কপিরাইট করে নিয়েছেন। রনিম বলেন, ‘গানগুলো আমার লেখা এ বিষয়টির সব প্রমাণ আমি ফেসবুকে দিয়ে রেখেছি, আমার প্রশ্ন হলো তাহলে এই গানগুলোর গীতিকার হিসেবে মাইলসের সদস্যদের নাম নিবন্ধিত কেন?’ এই ঘটনা ব্যাখ্যা করে তিনি কপিরাইট অফিসে এর মধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ খবর