রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বহুমাত্রিক শিল্পী নিশাত আরজু

শোবিজ প্রতিবেদক

বহুমাত্রিক শিল্পী নিশাত আরজু

বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী নিশাত আফজা আরজু। তিনি নজরুল, রবীন্দ্র ও আধুনিক গানের শিল্পী হিসেবেও সমানভাবে সমাদৃত। বাংলাদেশ বেতার এবং বিটিভির এই বিশেষ গ্রেডের শিল্পী কঠোর সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৬৯ সালে ময়মনসিংহ শহরের শাঁকিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নিশাতের সংগীতের প্রতি ভালোবাসা ও আগ্রহ সেই শৈশব থেকেই। বাবা ডা. এম এ হালিম এবং মা শামসুন নাহার উভয়ই ছিলেন সংগীতানুরাগী। গানের জন্য বাবা-মায়ের পাশাপাশি মামা মোহাম্মদ আবদুল হান্নানের কাছ থেকেও পেয়েছেন অনুপ্রেরণা। ক্লাসিক্যাল, নজরুল, রবীন্দ্র এবং আধুনিক গানের নিয়মিত এ শিল্পী পর্যায়ক্রমে ওস্তাদ মিঠুন দে, গোপাল দত্ত ও ওস্তাদ ওমর ফারুকের কাছ থেকে শিখেছেন ক্লাসিক্যাল সংগীত। ধ্রুপদী সংগীতের প্রতি তার আগ্রহ আরও বেড়ে গেলেও পরে তিনি নজরুল সংগীতে একে একে তালিম নেন বিশিষ্ট নজরুল শিল্পী সোহরাব হোসেন, সুধীন দাস ও খালিদ হোসেনের কাছ থেকে। তিনি রবীন্দ্রসংগীতেও তালিম গ্রহণ করেন ড. সন্জীদা খাতুন, ওয়াহিদুল হক, ফাহমিদা খাতুন, ডা. নুরুল আনোয়ার এবং সাদী মোহাম্মদের কাছ থেকে। শেষ চার বছর তিনি রবীন্দ্রসংগীতে অজিত রায়ের কাছ থেকেও দীক্ষা গ্রহণ করেন। স্টেজ প্রোগ্রামেও তিনি সপ্রতিভ। দেশে ও দেশের বাইরে করেছেন গান নিয়ে অনেক স্টেজ প্রোগ্রাম। তিনি নজরুল জয়ন্তীতে স্বনামধন্য বিভিন্ন শিল্পীর সঙ্গে ত্রিশালে নিয়মিত গান গেয়ে থাকেন। তার নজরুল এবং আধুনিক গানের দুটি মিক্সড সিডি রয়েছে। সামনে আরও নতুন কিছু গান করার পরিকল্পনা আছে। অডিও গানের পাশাপাশি তিনি শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যা করেছেন বেশ কিছু। মেধাবী ছাত্রী ও সংগীতশিল্পী নিশাতের দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের ঝুলিতে জমা রয়েছে অনেক স্বীকৃতি ও সম্মাননা।

 

সর্বশেষ খবর