রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পাঁচ মাস পর লালজমিন

শোবিজ প্রতিবেদক

পাঁচ মাস পর লালজমিন

বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে থমকে আছে সারা বিশ্ব। সব সেক্টরের মতো বন্ধ রয়েছে নাটকের প্রদর্শনীও। দীর্ঘ পাঁচ মাস পর মুক্তিযুদ্ধভিত্তিক একক নাটক ‘লালজমিন’-এর প্রদর্শনীর মধ্য দিয়ে শুক্রবার সরব হয়ে উঠেছে নাট্যাঙ্গন। বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় মোমেনা চৌধুরী অভিনীত একক নাটকটি। শূন্যন রেপার্টরি প্রযোজিত নাটকটি প্রদর্শনে আয়োজক ও দর্শকরা মেনে চলেছেন স্বাস্থ্যবিধি। দর্শকও ছিল সীমিত। মান্নান হীরা রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। দীর্ঘদিন পর নাটকের মঞ্চায়ন ঘিরে নাট্যাঙ্গন ছিল উৎসবমুখর। ঢাকার বাইরে থেকেও এসেছেন দর্শক।

মোমেনা চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে মার্চ মাস থেকে আর নাটকের প্রদর্শনী করা সম্ভব হয়নি। ইতিমধ্যে সারা দেশে লালজমিন মঞ্চায়িত হয়ে প্রশংসিত হয়েছে। যে কারণে লালজমিনের প্রদর্শনী দেখতে ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর