ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়াভাই’খ্যাত জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক এমপি আবারও গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য জানিয়েছেন তার সহধর্মিণী ফারজানা পাঠান। তিনি জানান, প্রচন্ড জ্বর নিয়ে গত ১৭ আগস্ট সকালে ফারুককে হাসপাতালে ভর্তি করানো হয়। দুবার তার করোনা ও ডেঙ্গু টেস্ট করানো হলে নেগেটিভ রেজাল্ট আসে। এরপর জ্বর সেরে গেলে ২৩ আগস্ট হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দুই দিন ধরে জ্বর আবার ওঠা-নামা করা শুরু করে। এতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে আবারও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাই গত ৩১ আগস্ট রাত ২টায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসক তৈমুর নেওয়াজের তত্ত্বাবধানে আছেন। জানা গেছে, তার আরও কিছু শারীরিক পরীক্ষা করা হবে। তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। চিকিৎসকরা হাসপাতালে কাউকে যেতে বা তার সঙ্গে মুঠোফোনে কথা বলতেও নিষেধ করেছেন। তিনি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
উল্লেখ্য, প্রায় আট বছর আগে সিঙ্গাপুরে অভিনেতা ফারুকের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। ফারজানা পাঠান তার স্বামী ফারুকের আরোগ্য কামনায় সবার দোয়া কামনা করেন।