মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আভাসের অ্যানিমেটেড গানচিত্র

শোবিজ প্রতিবেদক

আভাসের অ্যানিমেটেড গানচিত্র

ব্যান্ড ‘আভাস’ এর নতুন গানচিত্র ‘অনাথ’। নতুন চমক হচ্ছে, গানটির ভিডিও তৈরি হয়েছে অ্যানিমেটেড প্রযুক্তিতে। আবার উপস্থিতি রয়েছে ব্যান্ড সদস্যদেরও। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হয়। আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। যেখানে গানটির ভিডিও প্রিমিয়ার ছাড়াও ভক্তদের সঙ্গে আগামী দিনগুলোর পরিকল্পনা শেয়ার করেন আভাস সদস্যরা। শোনান গানও। কনটেন্ট প্রোডাকশন কোম্পানি টিম প্ল্যাটফরমের তত্ত্বাবধানে ‘অনাথ’-এর ভিডিও নির্মিত হয়। আভাস সদস্যদের সঙ্গে নিয়ে গানটি লিখেছেন মেহেদী হাসান নিহন ও শাওন কাইয়ুম। তানযীর তুহিন বলেন, ‘আভাস সব সময়ই মানুষ এবং বাস্তবতা নিয়ে গান করার চেষ্টা করে। সেই চিন্তা ও চেতনা থেকেই নতুন গানটির সৃষ্টি। আমাদের জীবনে অনাথের ধারণাটি ব্যক্ত করার চেষ্টা করেছি। সমাজ অনাথদের জন্য সমান নয়। তারা একা যে লড়াইগুলো করে, সেগুলোর উপলব্ধি শুধু তারাই করতে পারে। একই পদ্ধতিতে, প্রতীকী উপায়ে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনযাত্রায় একা থাকি কোনো না কোনো একসময়। যেখানে এক পর্যায়ে বুঝতে পারি যে আমরা নিজেরাই শুধু নিজেদের জন্য! সুতরাং মানবতা, দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি পেতে, আকাক্সক্ষার আহ্বান নিয়ে আমাদের এই গান।’

সর্বশেষ খবর