শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবশেষে ওয়েব সিরিজে ফারুকী!

শোবিজ প্রতিবেদক

অবশেষে ওয়েব সিরিজে ফারুকী!

আন্তর্জাতিক বাজারে বাংলা চলচ্চিত্রের অন্যতম পতাকা-বাহক মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর নির্মাণ মানেই দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার সমান ঢেউ! টিভি নাটকেও তার ব্যতিক্রম ছিল না। তবে বৈশ্বিক সিনেমায় বুঁদ হয়ে টিভি ফিকশন ছেড়েছেন মেলা আগে। মন উঠিয়েছেন বিজ্ঞাপন তরঙ্গ থেকেও। ধারণা করা হচ্ছিল, বৈশ্বিক সিনেমার বাইরে বুঝি আর ফেরানো যাবে না নিয়মের বাইরে হাঁটা এই নির্মাতাকে। অথচ এরমধ্যে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পর পর তাঁকে নিয়ে দুটি নতুন খবর এলো ওটিটি প্ল্যাটফরম থেকে! জানেন তো, নিউ নরমাল সময়ে গোটা বিশ্ব এখন ঝুঁকে রয়েছে ওটিটি প্ল্যাটফরমের দিকে। বিশ্বাস করা হচ্ছে সামনের বিশ্ব টিভি, থিয়েটার আর ইউটিউব ভুলে চোখ ডোবাবে ওটিটি-তে। সিনেমার বিশ্ব শাসন করবে নেটফ্লিক্স, অ্যামাজন, বিঞ্জ, চরকি, হৈচৈয়ের মতো প্ল্যাটফরমগুলো। বৃহস্পতিবার দুপুরে ফারুকীর প্রথম খবর এলো নেটফ্লিক্স থেকে। সংশ্লিষ্টরা জানালেন, আলোচিত ‘ডুব’ প্রেক্ষাগৃহ আর উৎসবের বাইরে এবারই প্রথম ওটিটি-তে তুলছেন তাঁরা। আলোচিত ছবিটি দেখা যাবে আসছে সপ্তাহ থেকে। দ্বিতীয় খবরটি বেশি আশার আলো ছড়িয়েছে ফারুকীপ্রিয়দের মনে। নিজেই সোশ্যাল হ্যান্ডেলে বললেন বিস্তারিত। জানালেন, অনেকবার পিছিয়ে গিয়েও এবার তিনি এগিয়ে এলেন ওয়েব সিরিজের কাছে। নির্মাণ করছেন প্রথম ওয়েব সিরিজ। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েক বছর ধরেই অনুভব করছিলাম এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো দ্বিধাও ছিল না! একসময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ এলো! এখন দুনিয়াজুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছে বা কাজ করছে! আমিও গত কয়ক বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম!’

সর্বশেষ খবর