শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নওশাবা-জিলানীর ‘আপাতত থাক’

শোবিজ প্রতিবেদক

নওশাবা-জিলানীর ‘আপাতত থাক’

বর্তমান সময়ের বৈবাহিক সম্পর্কগুলোতে যে টানাপোড়েন, ঈর্ষা, ব্যভিচার কাজ করে তাই নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপাতত থাক’। নির্বাহী প্রযোজক আরেফিন জিলানী। স্পø্যাশের ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা ও আরেফিন জিলানী। ঈষিকার সঙ্গে জিলানীর ‘চরম সত্য ফাঁস’-এর পর এবার নওশাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘আপাতত থাক’। নাটকটিতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী ঝিলিক জান্নাত। নাটকটি পরিচালনা করেছেন তাসফিক হোসাইন। এর চিত্রনাট্য লিখেছেন আরেফিন জিলানী। নাটকটির প্রেক্ষাপট নিয়ে জানতে চাইলে নওশাবা জানান, অতি মর্ডানাইজেশনের ফলে সম্পর্কের মূল ভিত্তিতেই যে নাড়া পড়ে যায় তার দৃশ্যায়ন হয়েছে ‘আপাতত থাক’। গল্পটির মাধ্যমে দাম্পত্য জীবনের জন্য বেশকিছু সুন্দর বার্তা পাবেন দর্শকরা। নাটকটি স্পø্যাশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর