শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন ওস্তাদ সঞ্জীব দে...

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন ওস্তাদ সঞ্জীব দে...

দেশের অন্যতম নিভৃতচারী সফল সংগীতগুরু সঞ্জীব দে আর নেই। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, রাজধানীর নয়াটোলার বাসায় অসুস্থ বোধ করায় রাত ১১টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বিশেষত দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গতকাল সকাল নয়টায় তাঁর মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। একজন সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয়  দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে। তাঁর হাত ধরেই এ দেশের সংগীতাঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অনেক শিল্পী। 

সর্বশেষ খবর