শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

১৪ বছর বয়সে শতাধিক মৌলিক গানের শিল্পী

শোবিজ প্রতিবেদক

১৪ বছর বয়সে শতাধিক মৌলিক গানের শিল্পী

প্রেম ইসলাম

ছোটবেলা থেকে নাচ, গান ও অভিনয়ে সমান পারদর্শী প্রেম ইসলাম। তবে গানের প্রতি একটু বেশিই টান ছিল তাঁর। প্রথমদিকে প্রেম পুরনো দিনের গান গাইলেও পরবর্তীতে বাবার অনুপ্রেরণায় মৌলিক গান করতে শুরু করে। মাত্র ১৪ বছর বয়সেই প্রেম এখন শতাধিক গানের স্বত্বাধিকারী। তাঁর জন্য গান লিখেছেন হাসান মতিউর রহমান, কবির বকুল, মিলটন খন্দকার, গুঞ্জন রহমান, চয়ন, অনুপ বড়ুয়া, সুদীপ কুমার দীপসহ অনেকে। সুর ও সংগীত করেছেন কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায়, সৌমিক গুহ, আয়ুশ দাশ ও বাংলাদেশের সুমন কল্যাণ, পঙ্কজ, আহমেদ হুমায়ুনসহ অনেকে। ন্যানসি, ঝিলিক, অবন্তী সিঁথি, রন্টি দাশসহ ভারতের সারেগামাপা বিজয়ী অঙ্কিতা ও সোহিনী মুখার্জি দ্বৈত গেয়েছেন। এ প্রসঙ্গে প্রেম বলেন, ‘আমি সব সময় শ্রোতাদের ভালো গান উপহার দিতে চেয়েছি। সাড়াও পাচ্ছি দারুণ। এরই মধ্যে নাটকের টাইটেল গান করেছি একটা। সামনে প্লে-ব্যাক করার প্রস্তাবও আছে। গানের ক্ষেত্রে শ্রোতাদের পাশাপাশি আমার বাবা ও মা সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি তাঁদের মুখ উজ্জ্বল করতে চাই।’

সর্বশেষ খবর