গতকাল মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপনে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে সেখানে পাড়ি জমিয়েছেন ১৪ সদস্যের শিল্পী দল। এই উদযাপনে মেক্সিকোর ভেরাক্রুজে দুটি শোতে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন স্বনামধন্য নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, নৃত্যশিক্ষক ও প্রশিক্ষক শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের সঙ্গে ছিলেন নৃত্যাঞ্চলের চার নৃত্যশিল্পী রাসেল, সাকিব, অরুণিমা ও আবৃত্তি। অন্যদিকে জনপ্রিয় সুফি গায়ক ফকির শাহাবুদ্দীন ও অনিমা মুক্তি গোমেজ গান পরিবেশন করেন। মিউজিশিয়ান ছিলেন মনিরুজ্জামান, অভিজিৎ, জাকির হোসেন ও অভিনাশ চন্দ্র। এসব শিল্পীর টিম লিডার হিসেবে ছিলেন ললিতা রানী বর্মণ ও ডিপার্টমেন্ট লিডার আসাদুজ্জামান।