শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বছর শেষে মঞ্চে নতুন নাটক

বছর শেষে মঞ্চে নতুন নাটক

নতুন উদ্যমে কাজ শুরু করেছে মঞ্চনাটকের দলগুলো।  দীর্ঘদিন বন্ধ থাকার পর বছর শেষে নতুন নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চকর্মীরা। নতুন কিছু নাটক মঞ্চায়ন নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

বৈরী পরিবেশের মধ্যেও নতুন উদ্যমে কাজ শুরু করেছে মঞ্চনাটকের দলগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর বছর শেষে নতুন নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চকর্মীরা। দর্শক ও নাট্যকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি। প্রতি সপ্তাহেই প্রদর্শিত হচ্ছে নতুন নাটক। ইতিমধ্যেই কয়েকটি নতুন নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। চলতি ও আগামী মাসজুড়েই থাকছে নতুন নাটকের প্রদর্শনী। এদিকে সুসংবাদ হচ্ছে, মঞ্চে ফিরছেন সিনিয়র শিল্পীরাও। নানা ব্যস্ততায় মঞ্চ থেকে দূরে থাকলেও মঞ্চই তাঁদের প্রাণ। তাই তো সময় ও ব্যস্ততা উপেক্ষা করে মঞ্চ আলোকিত করতে হঠাৎ করেই হাজির হন তাঁরা। তাঁদের মঞ্চে আবির্ভাব দর্শকদের মধ্যে অন্যরকম উত্তেজনা দেখা যায়। দেশের তারুণ্যদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’। অলিখিত উপাখ্যান, ঊর্নাজাল, হিমুর কল্পিত ডায়রি, র‌্যাডক্লিফ লাইনসহ বেশ কিছু দর্শকপ্রিয় মঞ্চনাটক দিয়ে আলোচনায়। করোনার সময়ও বাতিঘর নাটকের দল কর্মী ও শিল্পীদের নিয়ে নিজস্ব ভবনে নিয়মিত মহড়া চালিয়ে গেছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বেশ কিছু নাটক মঞ্চস্থও করেছে এই দল। সেই পরিপ্রেক্ষিতে এবার নতুন নাটক নিয়ে মঞ্চে হাজির হচ্ছে এই দলটি। নাটকের নাম ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি-এর গল্প অবলম্বনে এটির মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন বাতিঘরের দলীয় প্রধান মুক্তনীল। সৃজনশীল নির্দেশনায় রয়েছেন খালিদ হাসান রুমি। এটির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। সংগীতে সাদ্দাম রহমান ও মুহাইমিন অঞ্জন এবং কোরিওগ্রাফিতে শিশির সরকার ও মৃধা অয়োমী। পোশাক শাহানা জয় ও রুম্মান শারু। এদিকে মোহসিনা আকতার আবারও সৈয়দ জামিল আহমেদের ‘বিস্ময়কর সবকিছু’ নিয়ে দর্শকদের সামনে এসেছেন। ঘরোয়া পরিবেশে করেছেন বেশ কয়েকটি শো। আজ মোহাম্মদপুরের ইকবাল রোডে নাটকটি দেখানো হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশের ৬৪টি জেলার ৬৫টি বধ্যভূমিতে মঞ্চায়িত হচ্ছে গণহত্যার পরিবেশ থিয়েটার। এরই পরিপ্রেক্ষিতে রাজবাড়ী শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৪ ডিসেম্বর রাজবাড়ীর লোকসেড বধ্যভূমিতে মঞ্চায়িত হয় নাটক ‘হাড়’। ড. তানভীর আহমেদ সিডনীর রচনায় এটি নির্দেশনা দিয়েছেন ফকীর জাহিদুল ইসলাম রুমন। সমন্বয়কারী পার্থ প্রতিম দাশ। মধ্যে সব জেলায় এক এক করে নাটক মঞ্চায়ন হচ্ছে। এই উদ্যোগ সবার মাঝে সাড়াও ফেলেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে আলোচনা এবং ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ প্রদান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে উৎসবের আয়োজক সংগঠন। তারা জানায়, পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা এবং ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদ প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে স্মরণ করতে ২০১০ সাল থেকে প্রতি বছর এই নাট্য উৎসবের আয়োজন করছে সংগঠনটি। উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘অনুস্বর’-এর নাটক ‘তিন কড়ি’, পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’ এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাইফেল’। দ্বিতীয় দিন শুক্রবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’। সমাপনী দিন মঞ্চস্থ হবে থিয়েটার আরামবাগের ‘দ্রৌপদী পরম্পরা’, থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’। এ ছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আজ পেন্ডুলাম মঞ্চায়নের কথা থাকলেও তা পিছিয়ে গেছে বলে জানান মাসুম রেজা। দীর্ঘ ২৫ বছর পর ‘পেন্ডুলাম’ নিয়ে মঞ্চে ফেরার কথা ছিল অভিনেতা-নির্দেশক আফজাল হোসেনের। ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেন্ডুলাম’ নাটকটি। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। এ প্রসঙ্গে মাসুম রেজা জানান, আজ মঞ্চায়নের প্রত্যাশা থাকলেও তা পিছিয়েছি কিছু কারণে। এ সময় আফজাল ভাই তাঁর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তাই জানুয়ারির শেষদিকে ‘পেন্ডুলাম’ নিয়ে হাজির হব। আর দেশ নাটকে ‘জলবাসর’-এর মঞ্চায়ন হবে জানুয়ারির ২০ ও ২১ তারিখে। অন্যদিকে ‘জনকের অনন্তযাত্রা’ মঞ্চায়ন হবে ২৮ তারিখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর