শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফুলজান হয়ে ফিরছেন মিষ্টি জান্নাত

শোবিজ প্রতিবেদক

ফুলজান হয়ে ফিরছেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। বৈশ্বিক মহামারি করোনার কারণে লম্বা সময় ধরে সিনেমার কাজ থেকে দূরে তিনি। তবে এবার নতুন সিনেমায় নাম লিখিয়েছেন এই নায়িকা। ‘ফুলজান’ নামে নতুন একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত। সিনেমাটি নির্মাণ করবেন আমিনুল ইসলাম বাচ্চু। মিষ্টি জান্নাত বলেন, ‘নতুন বছরে নতুন সিনেমার মাধ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। এর আগে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। এবারও নাম ভূমিকায় অভিনয় করব। গল্পটি চমৎকার। আশা করছি ভালো কিছু পাবেন দর্শক। সিনেমাটি আগে বিভিন্ন উৎসবে যাবে। এরপর দেশের প্রেক্ষাগৃহে ও ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে।’

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। সর্বশেষ ২০১৯ সালের এপ্রিল মাসে মিষ্টি জান্নাতের সিনেমা ‘তুই আমার রানী’ মুক্তি পায়।

সর্বশেষ খবর