শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উইকলি নিউ রেসিপিতে সোনিয়া

শোবিজ প্রতিবেদক

উইকলি নিউ রেসিপিতে সোনিয়া

এটিএন বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে আজ রন্ধনশিল্পী হিসেবে উপস্থিত হচ্ছেন সোনিয়া রহমান। আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে। দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকেন জনপ্রিয় রন্ধনশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী, টিভিব্যক্তিত্বসহ সব সেক্টরের নামিদামি মানুষ। সোনিয়া রহমান দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’সহ অন্যান্য পত্রিকায় নিয়মিত রান্না বিষয়ে লিখে আসছেন। তিনি সেরা রন্ধনশিল্পী হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাওয়ার্ড (ট্রাব) ২০২১-এ সম্মাননা লাভ করেছেন। চলতি বছরের একুশের বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তারকাদের রান্না নিয়ে সোনিয়া রহমানের একটি বই। উইকলি নিউ রেসিপি পরিচালনা করেন লানা খান এবং উপস্থাপনা করছেন জনপ্রিয় রন্ধনশিল্পী লবি রহমান।

সর্বশেষ খবর