শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ওমিক্রন-আতঙ্কে গ্র্যামি স্থগিত

শোবিজ ডেস্ক

বিশ্বসংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রনের আতঙ্কে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।  বুধবার নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে তারা এ তথ্য জানায়। বিবৃতিতে গ্র্যামি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গ্র্যামি অ্যাওয়ার্ড আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। তাই আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।  পরিবর্তিত তারিখ পড়ে জানিয়ে দেওয়া হবে।’ গ্র্যামি অ্যাওয়ার্ড আনুষ্ঠান স্থগিত হওয়ায় হতাশ হয়ে পড়েছেন দর্শক-ভক্তরা।

সর্বশেষ খবর