শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
পিয়া

ছিটমহলের ফার্স্ট লুক

শোবিজ প্রতিবেদক

ছিটমহলের ফার্স্ট লুক

এইচ আর হাবিবের এবারের ছবি ছিটমহল। ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে উঠবে এই সিনেমা। গতকাল প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক। ছবিতে গল্পকে প্রাধান্য দিয়ে শিল্পী নির্বাচনে মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা। ছিটমহলকেন্দ্রিক গল্প নিয়ে এই ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন- পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমী হামিদ,  আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এ বি এম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর